ঢাকা (রাত ১২:১৪) শুক্রবার, ২০শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
শিরোনাম

Join Bangladesh Navy


যুবলীগের দুর্ধর্ষ ক্যাডারদের দাপট : র‌্যাব ও সেনাবাহিনীর হস্তক্ষেপ চায় তটস্থ লোহাগড়াবাসী


যুবলীগের দুর্ধর্ষ ক্যাডার হত্যা, ডাকাতি, চাঁদাবাজী লুটপাটসহ ২৮ মামলার আসামী নান্টু ও ওহিদ কাজীর দাপটে তটস্থ লোহাগড়ার মানুষ গ্রেফতারে র‌্যাব ও সেনাবাহিনীর হস্তক্ষেপ চায় এলাকার মানুষ

Nantu Sikder - Ohid Kazi
যুবলীগের দূর্ধর্ষ ক্যাডার আসামী নান্টু ও ওহিদ কাজী

ইকবাল হাসান ইকবাল হাসান Clock শনিবার দুপুর ০২:০৫, ৫ অক্টোবর, ২০২৪

নড়াইলের লোহাগড়া উপজেলার আওয়ামীলীগ শামনামলের দুর্ধর্ষ যুবলীগ ক্যাডার হিসাবে পরিচিত হত্যা, ডাকাতি, চাঁদাবাজী, লুটপাটসহ অন্তত ২৮ টি মামলার আসামী তেলকাড়া গ্রামের নান্টু সিকদার ও বয়রা গ্রামের ওহিদ কাজীর দাপটে তটস্থ এলাকার মানুষ। তারা বিএনপিতে অনুপ্রবেশের চেষ্টা চালাচ্ছে বলেও সূত্র জানায়। অভিযোগ রয়েছে, আত্মগোপনে থেকেও তারা সন্ত্রাসী কার্যকলাপ চালাচ্ছেন। ওই সব এলাকায় শান্তি শৃংখলা রক্ষায় প্রশাসন শান্তি ও সুধী সমাবেশও করেছে। তারা দীর্ঘদিন রয়েছে পুলিশের ধরাছোঁয়ার বাহিরে। তাদের আটকে র‌্যাব ও সেনাবাহিনীর হস্তক্ষেপ চায় এলাকার মানুষ।

পুলিশ সূত্রে জানা যায়, দুর্ধর্ষ নান্টু সিকদারের নামে নড়াইলের লোহাগড়া থানায় ১১টি মামলা, নড়াইলের নড়াগাতী থানায় ৩টি মামলা, গোপালগঞ্জ সদর থানায় ১টি মামলা, ফরিদপুর জেলার আলফাডাঙ্গা থানায় ১টি মামলা, ঢাকার আশুলিয়া থানায় ১টি মামলা রয়েছে। সর্বমোট মামলার সংখ্যা ১৭টি। অপরদিকে, বয়রা গ্রামের ইমদাদ কাজীর ছেলে দুর্ধর্ষ সন্ত্রাসী ওহিদ কাজীর নামে লোহাগড়া থানাসহ একাধীক থানায় হত্যা, চাঁদাবাজী, মারপিট, লুটপাট-ভাংচুর, মাদক ব্যবসা সহ ১১টি মামলা রয়েছে। ওহিদ কাজীর নেতৃত্বে গড়ে উঠেছে ইয়াবা-ফেনসিডিল সিন্ডিকেট।

তেলকাড়া গ্রামের বাসিন্দা বিএনপি কর্মী মোঃ মসিয়ার মোল্যা ও কোটাকোল ইউনিয়নের সেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক মোঃ শামিম হোসেন সহ নামপ্রকাশে অনিচ্ছুক এলাকাবাসীর অভিযোগে জানা যায়, লোহাগড়ার তেলকাড়া গ্রামের আকু শিকদারের ছেলে কোটাকোল ইউনিয়ন পরিষদের ৬নং ওয়ার্ডের মেম্বর আওয়ামী লীগ ক্যাডার নান্টু সিকদার। সর্বশেষ লোহাগড়া থানায় আওয়ামীলীগসহ সহযোগি সংগঠনের নামে গত ১৯ সেপ্টেম্বর দায়েরকৃত চাঁদাবাজী, হামলা-ভাংচুর, মারপিট মামলার ৫০ নম্বর আসামী নান্টু সিকদার। মামলা নং-১১।

খোঁজ নিয়ে জানা গেছে, যুবলীগ কর্মী ও ক্যাডার নান্টু সিকদার এর দাপটে তেলকাড়া, করগাতি, দিঘলিয়া, ভাটপাড়া, চরভাটপাড়া, কোটাকোল, দিঘলিয়া সহ কয়েকটি এলাকার মানুষ আতংকে দিন কাটায়। অভিযোগ রয়েছে, আওয়ামী লীগ আমলে প্রভাবশালী নেতা ও জনপ্রতিনিধিদের ছত্রছায়ায় নান্টু সিকদার সন্ত্রাস এর রাজত্ব কায়েম করতে সক্ষম হন। রাজনৈতিক পট পরিবর্তনের সাথে সাথে বিএনপিতে অনুপ্রবেশের চেষ্টা করেন নান্টু সিকদার। মাইগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে গত ৩ সেপ্টেম্বর অনুষ্ঠিত কোটাকোল ইউনিয়ন বিএনপির সভায় বিএনপি নেতাকর্মীদের সাথে ছবি তুলে নতুন করে আলোচনায় আসেন তিনি। কোটাকোল ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা মোঃ হাসান জানান, নান্টু একজন যুবলীগ কর্মী। এখনতো দেখছি বিএনপি সমর্থিত নেতাদের সাথে চলাফেরা করছে।

অপর দিকে, লক্ষীপাশা ইউনিয়ন বিএনপির সভাপতি ও বয়রা গ্রামের বাসিন্দা মোঃ পারভেজ কাজী বলেন, গত বছর ওহিদ কাজীর নেতৃত্বে একদল সন্ত্রাসী আমার উপর হামলা চালায়। তারা আমাকে কুপিয়ে পঙ্গু করে দেয়। কুন্দসী এলাকায় একজন সরকারি ডাকপিয়নকে মারপিটসহ কুপিয়ে পঙ্গু করে দেয়। মল্লিকপুর গ্রামের বাসিন্দা যুবলীগ কর্মী পলাশ ও বয়রা গ্রামের যুবক নয়ন শেখ হত্যা মামলার আসামী ওহিদ কাজী। বয়রা গ্রামের হান্নান সিকদারের ছেলে সদ্য খুন হওয়া নয়নের ভাই মোঃ আবু তাহের বলেন, বয়রা গ্রামের বাসিন্দা ইমদাদ কাজীর ছেলে অন্তত ১১টি মামলার আসামী যুবলীগের ক্যাডার হিসাবে পরিচিত ওহিদ কাজীর দাপটে তটস্থ কয়েক গ্রামের মানুষ। তার পরিকল্পনায় এখনো ভাংচুর, লুটপাট, চাঁদাবাজী, মাদক ব্যবসা চলছে। বয়রা গ্রামের যুবক বুলবুল ইসলাম ওরফে নয়ন শেখ হত্যাকান্ডের ঘটনায় গত ৩ আগষ্ট ২২ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরো ৬/৭ জনকে আসামী করে মামলা দায়ের করা হয়। লোহাগড়া থানার মামলা নং-৫/১৯৯। দুর্ধর্ষ অহিদ কাজী ওই মামলার এজাহারভূক্ত আসামী।

বয়রা এলাকার লোকজন ওহিদ কাজী, মিল্লাত কাজী, মাসুদ কাজী, আমিনুল হক কাজী, উজ্জল কাজী সহ অন্য আসামীদের দ্রুত গ্রেফতারের দাবি জানিয়ে মিছিল- সমাবেশ করলেও অজ্ঞাত কারনে গ্রেফতার করেনি পুলিশ। জমাজমি ও পূর্ব শত্রুতার জেরে গত ১ আগষ্ট সকালে গ্রামের মধ্যে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে নয়ন শেখ কে হত্যা করা হয়। হত্যাকান্ডের আগের রাতে বয়রা গ্রামের ইমদাদ কাজীর ছেলে ও ১১টি মামলার আসামী ওহিদ কাজীর নেতৃত্বে দূর্বৃত্তরা নয়নকে হত্যার পরিকল্পনা চূড়ান্ত করে বলে সূত্রের দাবি। ওহিদ কাজীর বিরুদ্ধে হত্যা, চাঁদাবাজী ভাংচুর, লুটপাট, মাদক ব্যবসা, সন্ত্রাসী চক্র গড়ে তোলা সহ ত্রাসের রাজত্ব কায়েম করবার অভিযোগ রয়েছে। সর্বশেষ লোহাগড়া থানায় আওয়ামীলীগসহ সহযোগি সংগঠনের নামে দায়েরকৃত চাঁদাবাজী, হামলা-ভাংচুর, মারপিট মামলার ৬৭ নম্বর আসামী ওহিদ কাজীর পিতা ইমদাদ কাজী। বাপবেটার দাপটে আতংকে বয়রাসহ কয়েক গ্রামের মানুষ।

দুর্ধর্ষ ক্যাডার নান্টু সিকদার ও ওহিদ কাজীকে নড়াইল-২ আসনের সাবেক এমপি সহ আওয়ামীলীগ নেতা-কর্মীদের সাথে দেখা গেছে। তাদের তোলা ছবি ফেসবুকে ঘুরপাক খাচ্ছে। মামলার আসামী হয়ে আত্মগোপনে থাকায় অভিযুক্ত নান্টু সিকদার এবং ওহিদ কাজীর বক্তব্য নিতে যোগাযোগের চেষ্টা করেও পাওয়া যায়নি।

লোহাগড়া থানার ওসি(ভারপ্রাপ্ত) আব্দুল্লাহ আল মামুন জানান, আসামীদের আটকের চেষ্টা চলছে।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT