ঢাকা (সকাল ১১:৩৪) রবিবার, ১৩ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ
শিরোনাম

গৌরীপুরে হুমায়ুনের হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন

Mymensingh Gouripur Pic 20-06-2025------ (02)

ওবায়দুর রহমান ওবায়দুর রহমান Clock শনিবার বেলা ১২:০০, ২১ জুন, ২০২৫

ময়মনসিংহের গৌরীপুর উপজেলার সহনাটী ইউনিয়ন ছাত্রদলের যুগ্ম সম্পাদক হুমায়ুন কবীরের হত্যাকারীদের গ্রেফতার ও ফাঁসির দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। শুক্রবার (২০ জুন) বিকেলে পাছার বাজার ব্যবসায়িক সমিতি ও এলাকাবাসীর ব্যানারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

Mymensingh Gouripur Pic 20-06-2025------ (04)

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, হত্যাকাণ্ডে জড়িতরা প্রকাশ্যে ঘুরছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভয়ভীতি প্রদর্শন করছে। এরপরেও পুলিশ তাদের ধরতে পারছে না। এ প্রসঙ্গে গৌরীপুর থানার অফিসার ইনচার্জ মো. দিদারুল ইসলাম বলেন, হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগ সোনাকান্দি গ্রামের মজিবুর রহমানের পুত্র মো. সোহাগ মিয়া (৩০) গ্রেফতার করে আদালতে প্রেরণ করা হয়েছে। অন্য আসামীরে গ্রেফতারে শুধু পুলিশ নয়, গ্রেফতারের জন্য বিশেষ টিমও কাজ করছে। তাদেরকে খোঁজে পাওয়া যাচ্ছে না। আমরা সর্বোচ্চ চেস্টা অব্যাহত রেখেছি।

মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ সভাপতিত্ব করেন সহনাটী ইউনিয়ন বিএনপির সভাপতি ডা. এবি সিদ্দিক। সঞ্চালনা করেন সহনাটী ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি আল মাসুদ রতন।

হত্যাকান্ডের বিচারের দাবিতে বক্তব্য রাখেন সহনাটি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মনঞ্জরুল হক মনজু বেপারী, উপজেলা বিএনপির সদস্য জিয়াউল আবেদিন জিলু, পাছার বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আব্দুল মান্নান, সাধারণ সম্পাদক গোলাপ মিয়া, উপদেষ্টা মো. শামীম হোসেন চিশতি, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আল ইমরান খান, সহনাটী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. রুহুল আমীন, সহনাটী ইউনিয়ন মৎস্যজীবী দলের সভাপতি মো. বাবুল মিয়া, সাংগঠনিক সম্পাদক মিজারুল ইসলাম, উত্তর জেলা নবীন দলের দপ্তর সম্পাদক মো. আউয়াল হোসেন কনু প্রমুখ।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShasTech-IT