দাউদকান্দিতে মসজিদের ইমামকে বিদায় সংবর্ধনা প্রদান

স্টাফ রিপোর্টার
শনিবার রাত ০৯:৫২, ২১ জুন, ২০২৫
দাউদকান্দি উপজেলায় মাওলানা মো. আবু সাঈদ নামের একটি মসজিদের পেশ ইমাম ও খতিবকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।
শুক্রবার(২০ জুন) বিকালে উত্তর পেন্নাই বায়তুল মামুর জামে মসজিদের মুসল্লিদের আয়োজনে এ বিদায় সংবর্ধনা অনুষ্ঠান প্রদান করা হয়েছে। জানা যায়, উত্তর পেন্নাই মসজিদে দীর্ঘদিন যাবৎ ইমাম ও খতিবের দায়িত্ব পালন করে আসছিলেন মাওলানা মো. আবু সাঈদ। তাই তাকে এলাকাবাসির পক্ষ থেকে সংবর্ধনা দেওয়ার আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,বিশিষ্ট ব্যবসায়ী সি আই পি জাকির হোসেন।
অন্যান্যদের মধ্য আরও উপস্থিত ছিলেন,মো. ছবির আহমেদ, ডাক্তার শফিকুল ইসলাম, মো. স্বপন হোসেন, মো.মোহাসিন হোসেন, মুফতি মকবুল হোসাইন, আব্দুর রহমান ফকির,মাওলানা নুরুদ্দিন হোসেন, আল আমিন,সাংবাদিক রাজিব হোসেন জয়,মোহাম্মদ আলী ফকির, মোহাম্মদ জসিম উদ্দিনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা।