মেডিকেলে ভর্তির সুযোগ পেল বাবুগঞ্জের পিয়াল
রেদোয়ান হোসেন,বাবুগঞ্জ,বরিশাল শনিবার ১২:০২, ৯ এপ্রিল, ২০২২
মেডিকেলে ভর্তির সুযোগ পেয়েছে বাবুগঞ্জ উপজেলার খানপুরার বাসিন্দা আবদুল্লাহ আল পিয়াল। সে স্কুল শিক্ষক আবুল কালাম আজাদ ও বেসরকারি উন্নয়ন সংস্থায় কর্মরত শামীমা আক্তার হ্যাপি দম্পতির সন্তান।
সে ২০২২ সালের মেডিকেল ভর্তি পরীক্ষায় সম্লিলিত মেধা তালিকায় স্থান পেয়ে রংপুর মেডিকেল কলেজে ভর্তি হওয়ার সুযোগ পেয়েছে।
উল্লেখ্য, গত বুধবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের শিক্ষা বিভাগের এক ব্রিফিং এ চলতি বছর মেডিকেল ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়। পিয়াল এর আগে বাবুগঞ্জ উপজেলা সদরে অবস্থিত রাশেদ খান মেনন মডেল উচ্চমাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসি ও এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ সহ মেধাবৃত্তি লাভ করে।
ছোট বেলা থেকেই প্রকৌশলী হবার স্বপ্ন দেখা পিয়ালের মেডিকেল ভর্তি পরীক্ষার সাফল্যে উচ্ছ্বাসিত সবাই।
আবদুল্লাহ আল পিয়ালের এই সাফল্যে রাশেদ খান মেনন মডেল উচ্চমাধ্যমিক বিদ্যালয়ের অধ্যক্ষ, শিক্ষকমন্ডলী, পরিবার ও তার সহপাঠীবৃন্দ তাকে অভিনন্দন এবং উত্তরোত্তর সাফল্য কামনা করেছেন।