ঢাকা (রাত ১১:৩২) শুক্রবার, ৯ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
শুভেচ্ছা বার্তা :
মেঘনা নিউজ-এর এক যুগে পদার্পণ উপলক্ষ্যে সকল পাঠক-দর্শক, প্রতিনিধি, শুভাকাঙ্ক্ষী, সহযোগী, কলাকৌশলীসহ দেশ ও প্রবাসের সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
শিরোনাম

দাউদকান্দি আদর্শ উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার স্টাফ রিপোর্টার Clock সোমবার বিকেল ০৪:১৬, ৫ মে, ২০২৫

দাউদকান্দি আদর্শ(পাইলট) উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের অভিভাবকদের সঙ্গে ‘ অভিভাবক সমাবেশ’ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার( ৫ মে) সকাল ১০ টা থেকে দুপুর ২টা পর্যন্ত বিদ্যালয়ের অডিটোরিয়ামে ৮ম ও ১০ম শ্রেণিতে পড়ুয়া শিক্ষার্থীদের অভিভাবকদের সঙ্গে এ অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

এতে বিদ্যালয়ের সভাপতি আব্দুস সাত্তারের সদয় সম্মতিতে প্রথমে বিদ্যালয়ের অভিভাবকদের পক্ষ থেকে বক্তব্য দেয়া হয়েছে। বক্তব্যে অভিভাবকগণ বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা, অন্যান্য স্টাফদেরকে শিক্ষার্থীদের প্রতি আরও আন্তরিক ও যত্নবান হওয়ার আহ্বান জানান। অভিভাবকদের থেকে কিছু অভিযোগ তুলে ধরেন।

পরে দুপুর সাড়ে ১২ টায় বিদ্যালয়ের বর্তমান গভর্নিং বডির সভাপতি আব্দুস সাত্তার অভিভাবক সমাবেশে প্রধান অতিথির ম্যারাথন বক্তব্যে বিস্তারিত তুলে ধরেন। এতে তিনি অভিভাবকদের থেকে পাওয়া বিভিন্ন অভিযোগের ভিত্তিতে দ্রুত এসব সমস্যা নিরসনে কাজ করার প্রতিশ্রুতি দেন। এছাড়া আব্দুস সাত্তার বলেন, একজন ভালো ‘মা ‘ ও একজন দায়িত্বশীল ‘মা’ ই পারে ভালো একজন শিক্ষার্থী হিসেবে গড়ে তুলতে।

তিনি শিক্ষক-শিক্ষিকা ও বিদ্যালয়ের অন্যান্য স্টাফদেরকে শিক্ষার্থীদের প্রতি দায়িত্বশীল, যত্নবান ও আন্তরিক হওয়ার পরামর্শ দেন।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলহাজ জসিম উদ্দিন আহম্মেদের সভাপতিত্বে অন্যান্যাদের মধ্যে বক্তব্য দেন— বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক কবির হোসেন, সহকারী প্রধান শিক্ষক মেহেন উল্লাহ,সিনিয়র শিক্ষক
রমিজ উদ্দিন, সিনিয়র শিক্ষিকা নার্গিস আক্তার, জামাল উদ্দিন মোল্লা, শরীফ চৌধুরী, অভিভাবক প্রতিনিধি সদস্য জহিরুল ইসলাম রিপন,

সমাপনী বক্তব্য রাখেন— অভিভাবক সমাবেশ অনুষ্ঠানের সভাপতি ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলহাজ্ব জসীমউদ্দিন আহমেদ।

অনুষ্ঠান সঞ্চালনা করেন— বিদ্যালয়ের সহকারী শিক্ষক এমএ মামুন সরকার। অনুষ্ঠান শেষে অনুষ্ঠানের প্রধান অতিথি আব্দুস সাত্তারকে বিদ্যালয়ের সভাপতি মনোনীত হওয়া সম্মাননা স্মারক প্রদান করেন ফিনিক্স প্রিন্টার্সের সত্ত্বাধিকারী নবির হোসাইন।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShasTech-IT