ঢাকা (সন্ধ্যা ৬:১০) বৃহস্পতিবার, ২৩শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
শিরোনাম

বাংলার কৃষক 

নিজস্ব প্রতিনিধি নিজস্ব প্রতিনিধি Clock মঙ্গলবার ১২:৫৪, ১৬ নভেম্বর, ২০২১

বাংলার কৃষক 

শৈলেন্দ্র নাথ সরকার

 

সাত সকালে উঠে পরে

পান্তা ভাত গিলে পেটে

লাঙ্গল কাঁধে করে

কে ধায় দূরের মাঠে রে ?

 

সে আমাদের কৃষক ভাই

বাংলাদেশের কৃষক রে।

ঝড়বৃষ্টি মাথায় নিয়ে

মাথার ঘাম পায়ে ফেলে

ঐ দেখা যায় দূরের গাঁয়ে

লাঙ্গল কে চষে রে ?

 

সে আমাদের কৃষক ভাই

বাংলাদেশের কৃষক রে।

 

সাত সকালে উঠে পরে

কারা সবাই দল বেঁধে

একই সুরে গান গেয়ে

সারি সারি ধান রোপণ ঐ করছে কে রে ?

 

ওরা আমাদের কৃষক ভাই

সোনার বাংলার কৃষক রে।

সূর্যদোয়ের পরে পরে

ওরা কারা দল বেঁধে ?

কাঁচি-বাঁকুয়া হাতে করে

দূরের মাঠে যাচ্ছে রে

সোনার ফসল কাটছে রে ?

 

ওরাই আমাদের কৃষক ভাই

সোনার বাংলার কৃষক রে।

 

এমনি করে নিত্য দিনে

দিবা- রাত্রি বিরামহীনে

কে হাড়ভাঙা খাটুনি করছে রে ?

 

সে আমাদের কৃষক ভাই

বাংলা মায়ের সন্তান রে

সোনার বাংলার কৃষক রে।


প্রচ্ছদ ও সম্পাদনাঃ রমেশ চন্দ্র সরকার




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT