ঢাকা (রাত ৮:৫৭) রবিবার, ২২শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

Join Bangladesh Navy


বইয়ের মূল্য

নিজস্ব প্রতিনিধি নিজস্ব প্রতিনিধি Clock রবিবার রাত ০২:২৬, ৩১ অক্টোবর, ২০২১

 বই এর মূল্য

      শৈলেন্দ্র নাথ সরকার

বই মানবের জীবন

       জ্ঞানের ভান্ডার ,

শান্তির অগ্রদূত

        করে দূর অন্ধকার।

 

বইকে করো সাথি

         করো আপন,

ছাত্র জীবনে বই বড়

         নহে অন্য জন।

বই-ই প্রাণের প্রাণ

          আপন জন,

বই ব্যতীত নয় ত্রাণ

          মহত আছে ক’জন?

 

বই আনে সজীবতা

          আনে প্রফুল্ল,

বই করে আত্মরক্ষা

          বই-ই অমূল্য।

 

বই এর পাতায় পাতায় লুকিয়ে

          আছে,কতনা অমৃত,

বই এর মূল্য জানি না মোরা

           করি অবহেলিত ।

 

বই মহত এর মূল

            উদারে অনুকূল।

বই প্রসার করে

           জ্ঞানের ভান্ডার,

জরাজীর্ণ ধ্বংস করে

            আনে আনন্দ সম্ভার।

 

তাই , ——

           বই কেনো, বই পড়

বই করো সাড়,

              বই এর চেয়ে  নয় বড় ঢাল-তলোয়ার।

যত পারো বই পড়

          বৃদ্ধি করো জ্ঞানের ভান্ডার।

বই কেন পড় অকাতরে

মানব জীবন সার্থক করণে,

            বই বিনে মানব জীবন

             শুধুই ——–অন্ধকার।।

প্রেরক
রমেশ চন্দ্র সরকার




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT