ঢাকা (সন্ধ্যা ৬:৩৮) সোমবার, ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
শিরোনাম

Join Bangladesh Navy


পীরগাছায় নিখোঁজ পুলিশ অফিসারের স্ত্রীর লাশ উদ্ধার

মোঃ কামরুজ্জামান মোঃ কামরুজ্জামান Clock শুক্রবার দুপুর ০৩:২৫, ৩ জুলাই, ২০২০

একরামুল ইসলাম, পীরগাছা প্রতিনিধি: রংপুরের পীরগাছায় বাবার বাড়িতে তরকারি আনতে গিয়ে নিখোঁজ হবার প্রায় ২০ ঘন্টা পর আকলিমা বেগম (৩০) নামের পুলিশের এক উপ-পরিদর্শকের স্ত্রী লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। বৃহস্পতিবার বিকাল সাড়ে চারটার দিকে উপজেলার অনন্তরাম গ্রামের একটি পুকুর থেকে ওই লাশ উদ্ধার করা হয়। জানা যায়, তিন সন্তানের জননী আকলিমা বেগম ওই গ্রামের ফজলুল হকের স্ত্রী। ফলজুল হক পুলিশের উপ-পরিদর্শক পদে ঢাকার খিলখেত থানায় কর্মরত। তাদের তিন সন্তান রয়েছে। পুলিশ ও মৃতের স্বজনরা জানায়, গত বুধবার রাত ৮টার দিকে স্বামীর বাড়ি থেকে পাশেই বাবার বাড়িতে তরকারি আনতে যান আকলিমা বেগম। এরপর থেকে তাকে আত্মীয়-স্বজনের বাড়িসহ কোথাও খুজে পাওয়া যাচ্ছিল না। উপজেলা সদরের অনন্তরাম গ্রামের নুরুল হকের মেয়ে আকলিমা বেগমের সঙ্গে ১০/১৫ বছর আগে পাশের বাড়ির ফজলুল হকের বিয়ে হয়। স্থানীয় লোকজন বৃহস্পতিবার বিকেলে বাড়ির পাশের একটি পুকুরে আকলিমার মরদেহ ভেসে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। পীরগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) রেজাউল করিম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এলাকাবাসীর সংবাদে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহের সুরতহাল প্রতিবেদন করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে আকলিমাকে হত্যা করে তার মরদেহ পুকুরে ফেলা রাখা হয়েছিল।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT