চাঁপাইনবাবগঞ্জের নাচোলে সড়ক দূর্ঘটনায় নিহত ১, আহত ৬

এস এম সাখাওয়াত
মঙ্গলবার রাত ০৮:৪২, ১৫ জুলাই, ২০২৫
চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলায় সড়কে ভুটভুটি উল্টে ঘটনাস্থলেই একজন নিহত হয়েছেন। মঙ্গলবার (১৫ জুলাই) ভোরে উপজেলার ফুলকুড়ি বাজার এলাকায় এই দূর্ঘটনা ঘটে। এ সময় আহত হন আরো ৬ জন।
নিহত চালক গোমস্তাপুর উপজেলার বাংগাবাড়ি ইউনিয়নের কাউন্সিল এলাকার জুয়েল রানা (৪৫)।
এ বিষয়ে স্থানীয়দের বরাত দিয়ে নাচোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল ইসলাম জানান, গোমস্তাপুর উপজেলার বাংগাবাড়ি থেকে ভোর ৫টার দিকে ভুটভুটি যোগে আম পাড়ার জন্য কাকনহাটের উদ্দেশ্যে রওনা হন ৬ জন শ্রমিক। এ সময় সকাল ৬টার দিকে নাচোল উপজেলার নাচোল-আমনুরা সড়কের ফুলকুড়ি বাজার এলাকায় ভুটভুটিটি পৌঁছিলে সড়কে থাকা গর্তে ভুটভুটির সামনের চাকা দেবে গেলে উল্টে যায় ভুটভুটিটি। এতে চালক জুয়েল ভুটভুটির নীচে পড়ে ঘটনাস্থলেই মারা যায় এবং ভুটভুটিতে থাকা শ্রমিকরা রাস্তায় ছিটকে পড়ে আহত হন। পরে স্থানীয়রা থানায় খবর দিলে নাচোল থানা পুলিশ ঘটনাস্থল থেকে ভুটভুটির চালক জুয়েলের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে এবং বাকি ৬ শ্রমিককে নাচোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
এদিকে নাচোল স্বাস্থ্য কমপ্লেক্সেও কর্তব্যরত চিকিৎসক জানান, শ্রমিকদের মধ্যে একজনের অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।