ঢাকা (রাত ১১:০৬) শুক্রবার, ৯ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
শুভেচ্ছা বার্তা :
মেঘনা নিউজ-এর এক যুগে পদার্পণ উপলক্ষ্যে সকল পাঠক-দর্শক, প্রতিনিধি, শুভাকাঙ্ক্ষী, সহযোগী, কলাকৌশলীসহ দেশ ও প্রবাসের সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
শিরোনাম

বিষ্ফোরক মামলায় চাঁপাইনবাবগঞ্জে আওয়ামী লীগের ঝালু-বাবু গ্রেফতার

এস এম সাখাওয়াত এস এম সাখাওয়াত Clock সোমবার রাত ১১:১৪, ১৬ ডিসেম্বর, ২০২৪

চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার দুই আওয়ামীলীগ নেতাকে গ্রেফতার করেছে নাচোল থানা পুলিশ। রবিবার (১৫ ডিসেম্বর) দিবাগত গভীর রাতে নাচোল থানা পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। বিষ্ফোরক ও চাঁদাবাজির মামলায় তাদের গ্রেফতার দেখানো হয়েছে।

 

গ্রেফতারকৃতরা হলেন- নাচোল পৌর আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র মো. আব্দুর রশিদ খান ঝালু এবং অপর জন নাচোল উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও বঙ্গবন্ধু পরিষদের উপজেলা সভাপতি প্রভাষক মশিউর রহমান বাবুকে আটক করেছে পুলিশ।

 

এ বিষয়ে নাচোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম জানান, ৫ আগস্টের পরপরই নাচোল পৌর আওয়ামী লীগের সভাপতি আব্দুর রশিদ খান ঝালু এবং নাচোল উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও বঙ্গবন্ধু পরিষদের উপজেলা সভাপতি প্রভাষক মশিউর রহমান বাবুর বিস্ফোরক ও চাঁদাবাজির মামলা হয়। মামলা দায়েরের পর দুজন পলাতক ছিলেন। রবিবার রাতে তাদের গ্রেফতারের পর সোমবার (১৬ ডিসেম্বর) দুপুরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShasTech-IT