ঢাকা (রাত ১২:০৭) শনিবার, ২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
শিরোনাম
Meghna News গৌরীপুরে উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসারের বর্ণিল বিদায় সংবর্ধনা Meghna News স্বামীর মধুময় স্মৃতি রোমন্থনে দিন কাটছে স্ত্রী মারজিনার Meghna News চাঁপাইনবাবগঞ্জের কৃতি সন্তান সানাউল্লাহ হলেন নির্বাচন কমিশনার Meghna News চাঁপাইনবাবগঞ্জে সাড়ে ৩ লক্ষ টাকার মাদক উদ্ধার, আটক-১ Meghna News নাগরপুরে যদুনাথ স. প্রা. বিদ্যালয়ে মা সমাবেশ অনুষ্ঠিত Meghna News দ্রুত সুমনের মৃত্যুর রহস্য উদ্ঘাটনের দাবি জানাল পরিবার Meghna News সাপ্তাহিক বৈচিত্র্যময় সিলেটের সম্পাদক গরম পানিতে ঝলসে গুরুতর আহত Meghna News চাঁপাইনবাবগঞ্জে খাস জমি নিয়ে দ্বন্দ্ব, সংঘর্ষে নিহত একজন Meghna News চাঁপাইনবাবগঞ্জে নিখোঁজের ৪ দিন পর আদিবাসী শিশুর মরদেহ উদ্ধার Meghna News মোটরসাইকেল দূর্ঘটনায় যুবক নিহত

চাঁপাইনবাবগঞ্জের কৃতি সন্তান সানাউল্লাহ হলেন নির্বাচন কমিশনার

এস এম সাখাওয়াত এস এম সাখাওয়াত Clock বৃহস্পতিবার রাত ১১:৩৩, ২১ নভেম্বর, ২০২৪

চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার কৃতি সন্তান অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহকে নির্বাচন কমিশনার হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। বৃহস্পতিবার (২১ নভেম্বর) সংবিধানের ১১৮(১) অনুচ্ছেদের প্রদত্ত ক্ষমতাবলে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের আদেশক্রমে মন্ত্রিপরিষদ সচিব ড. শেখ আব্দুর রশীদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপণে এই নিয়োগ দেয়া হয়। একই সাথে আরও ৪ জনকে নির্বাচন কমিশনার নিয়োগ দেয়া হয় ওই প্রজ্ঞাপনে।

 

নিয়োগ প্রাপ্ত অন্য চার কমিশনার হলেন, অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব মো. আনোয়ারুল ইসলাম সরকার, অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ আবদুর রহমানেল মাসুদ এবং অবসরপ্রাপ্ত যুগ্ম সচিব বেগম তাহমিদা আহমদ।

এদিকে নাচোল পৌর এলাকার মাষ্টার পাড়ার কৃতি সন্তান অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ নির্বাচন কমিশনার পদে নিয়োগপ্রাপ্ত হওয়ায় উপজেলায় বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের মাঝে আনন্দের বন্যা বইছে। তারা বলছেন, উপদেষ্টা পদে না হোক নির্বাচন কমিশনার হিসেবে উত্তরের জেলা চাঁপাইনবাবগঞ্জের কৃতি সন্তানকে নিয়োগ দেয়ায় জেলাবাসী গর্ববোধ করছে। এছাড়া মহামান্য রাষ্ট্রপতি একজন সৎ, যোগ্য ও ভদ্র মানুষকে এই পদে নিয়োগ দেয়ায় তিনি জেলার সুনাম ধরে রাখবেন বলেও জেলাবাসী আশাবাদী।

 

প্রসঙ্গ:ত, নির্বাচন কমিশন পূনর্গঠনে ২৯ অক্টোবর মঙ্গলবার আপিল বিভাগের বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন ছয় সদস্যের সার্চ কমিটি যাচাই-বাছাই করে ২০ নভেম্বর বুধবার ১০ জনের একটি তালিকা রাষ্ট্রপতির দফতরে প্রেরণ করেন। পরে রাষ্ট্রপতি তাদের মধ্য থেকে অবসরপ্রাপ্ত সচিব এ এম এম নাসির উদ্দীনকে প্রধান নির্বাচন কমিশনার এবং বাকি চারজনকে নির্বাচন কমিশনার নিয়োগ দিয়েছেন।

 

উল্লেখ্য, চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলায় জন্মগ্রহণকারী অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ শিক্ষা জীবনে নাচোল পাইলট উচ্চ বিদ্যালয় এবং নাচোল কলেজে অধ্যায়ন করেন। তিনি বাংলাদেশ সেনাবাহিনীতে প্রায় ৩৫ বছরের চাকরি জীবনে কমান্ড, স্টাফ, নির্দেশনা, গোয়েন্দা এবং কূটনৈতিকসহ বিভিন্ন সামরিক দায়িত্ব পালন করেছেন। এছাড়া সাহসী, পেশাদার এবং একাডেমিক কৃতিত্বে তিনি সুপরিচিত। গুণী পরিবারের সদস্য এই নির্বাচন কমিশনারের বড় ভাই আপেল আব্দুল্লাহ একজন খ্যাতিমান কবি-লেখক ও সরকারের সাবেক অতিরিক্ত সচিব।




শেয়ার করুন

GloboTroop Icon
পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT