ঢাকা (রাত ১০:০৮) শুক্রবার, ২০শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
শিরোনাম

Join Bangladesh Navy


চাঁপাইনবাবগঞ্জে ভাইকে হত্যা মামলায় ভাই কারাগারে

এস এম সাখাওয়াত এস এম সাখাওয়াত Clock রবিবার রাত ১১:০৯, ১২ মে, ২০২৪

চাঁপাইনবাবগঞ্জে আপন ভাইকে হত্যা মামলায় জেলা আইনজীবীর সদস্য ইলিয়াস বিশ্বাসকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত। রবিবার (১২ মে) দুপুরে চাঁপাইনবাবগঞ্জ চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের অতিরিক্ত জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আবু তালেব এই নির্দেশ দেন।

 

আইনজীবী ইলিয়াস বিশ্বাস চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার শিয়ালা গাবতলা গ্রামের গোলাম মোস্তফার ছেলে। ছোট ভাই গোলাম মোর্শেদ মিলনকে জবাই করে হত্যা মামলায় তাকে কারাগারে প্রেরণ করা হয়েছে।

 

জানা যায়, নিহত গোলাম মোর্শেদ মিলনের সাথে তার বড় ভাই এ্যাডভোকেট ইলিয়াস বিশ্বাসের জমি নিয়ে দীর্ঘ দিন ধরে বিরোধ চলছিল। এরই জের ধরে গত বছরের ২ ফেব্রæয়ারী সকালে মিলনের ঘরে ঢুকে ধারাল অস্ত্র দিয়ে তার গলা কেটে হত্যা করে ইলিয়াস বিশ্বাস। পরে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে। পরে ঘটনার দিন বিকেলে সদর মডেল থানায় ছেলে আইনজীবী ইলিয়াস বিশ্বাসসহ ৪ জনকে আসামী করে মামলা দায়ের করেন বাবা গোলাম মোস্তফা।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT