ঢাকা (বিকাল ৪:০৪) শুক্রবার, ৫ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
শিরোনাম

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে ক্যান্সার বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

এস এম সাখাওয়াত এস এম সাখাওয়াত Clock মঙ্গলবার সকাল ১০:১৯, ১৬ সেপ্টেম্বর, ২০২৫

বাংলাদেশে ক্যান্সার বিষয়ক শিক্ষা এবং সচেতনতার ক্ষেত্রে নারীদের মধ্যে ঘাটতিগুলো চিহ্নিত করে চ্যালেঞ্জগুলির ওপর আলোকপাত এবং তা প্রতিরোধে ব্রেস্ট ও জরায়ু মুখ ক্যান্সার সচেতনতা মূলক সেমিনার অনুষ্ঠিত হয়েছে চাঁপাইনবাবগঞ্জে। সোমবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে জেলার ভোলাহাট উপজেলার পল্লী মঙ্গল ইন্সটিটিউট অফ সাইন্স এন্ড টেকনোলজি কলেজ মিলনায়তনে ইউনেস্কোর সহযোগিতায় ডাইসিন গ্রুপের ব্যবস্থাপনায় সাইফুন্নেসা মকবুল চ্যারিটেবল হাসপাতাল এই সেমিনারের আয়োজন করে।

 

এ সময় ডাইসিন গ্রুপের চেয়ারম্যান আলহাজ্ব মো. মিজানুর রহমানের সার্বিক তত্বাবধানে ক্যানসার সম্পর্কে বিভিন্ন সচেতনতা মূলক বক্তব্য রাখেন, ক্যান্সার কেয়ার এ্যান্ড রিসার্চ ট্রাস্ট বাংলাদেশের প্রতিষ্ঠাতা সভাপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং-বায়োটেকনোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ড. মুশতাক ইবনে আইয়ুব, একই বিভাগের অধ্যাপক ড. সাবিনা ইয়াসমিন, প্রভাষক কানিজ ফাতেমা প্রমুখ।

 

বক্তারা বলেন, ক্যান্সার কোন ভিতিকর রোগ নয়। সচেতন থাকলে অতিদ্রæত তা প্রতিরোধ করা সম্ভব। আর তাই ইউনেস্কোর সহযোগিতায় দেশব্যাপী ব্রেস্ট ও জরায়ু মুখ ক্যান্সার প্রতিরোধে ২০২৪-২৫ কর্মসূচীর অংশ হিসেবে চাঁপাইনবাবগঞ্জের প্রত্যন্ত সীমান্তবর্তী জেলা ভোলাহাটের নারীদের মধ্যে এই বিষয়ে জনসচেতনতামূলক প্রচার প্রচারণায় ডাইসেন গ্রুপের মূল উদ্দেশ্য। এই কর্মসূচীর মাধ্যমে এই অঞ্চলের স্কুল কলেজ পড়ুয়া নারী শিক্ষার্থীসহ স্থানীয় মহিলাদের ক্যান্সার বিষযে সচেতন হবার আহ্বান জানানো হয়।

 

সেমিনারে অন্যান্যের মধ্যে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের কয়েকশ নারী শিক্ষার্থী, স্থানীয় মহিলাসহ ডাইসিন গ্রæপের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShasTech-IT