গৌরীপুরে উদীচী’র গণহত্যা দিবস পালন
ওবায়দুর রহমান,গৌরীপুর,ময়মনসিংহ বৃহস্পতিবার রাত ১০:৫২, ২৫ মার্চ, ২০২১
১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে স্বাধীনতা আন্দোলনের প্রাক্কালে পাকিস্থানি পেটুয়াবাহিনী ২৫ মার্চ মধ্যরাতে ঢাকাসহ সারাদেশে গণহত্যা চালিয়েছিলো। গণহত্যার শিকার সেই সকল শহীদদের স্মরণ করে ময়মনসিংহের গৌরীপুরে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী গৌরীপুর শাখা সংসদের উদ্যোগে বৃহস্পতিবার (২৫ মার্চ) সন্ধ্যা ৭টায় স্থানীয় বঙ্গবন্ধু চত্বরে বিজয়’৭১ প্রাঙ্গণে স্মৃতিসৌধে মোমবাতি প্রজ্জ্বলন করেছে।
এ সময় উপস্থিত ছিলেন গৌরীপুর ক্ষেতমজুর সমিতির সভাপতি হারুন-আল-বারী, উদীচী’র শাখা সংসদের উপদেষ্টা মুজিবুর রহমান ফকির, সাধারণ সম্পাদক ও সাংবাদিক ওবায়দুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক আরিফ আহমেদ, সম্পাদকমন্ডলীর সদস্য মাহমুদুল হাসান রকি, সদস্য আব্দুল লতিফ, মহিলা পরিষদের সাধারণ সম্পাদক মমতাজ বেগম, জেলা ছাত্র ইউনিয়নের সাবেক সাংগঠনিক সম্পাদক মাহমুদুল হাসান শুভ, ছাত্র ইউনিয়ন উপজেলা কমিটির সভাপতি এনামূল হাসান অনয়, সাংগঠনিক সম্পাদক মোজাম্মেল হোসেন, স্কুল ছাত্র বিষয়ক সম্পাদক এমদাদুল হক, সাংবাদিক হলি সিয়াম শ্রাবণ প্রমূখ।