দাউদকান্দি পৌরসভায় জামায়াতে ইসলামীর কর্মী সসমাবেশ অনুষ্ঠিত
হোসাইন মোহাম্মদ দিদার
শুক্রবার রাত ১১:৪৩, ১৫ আগস্ট, ২০২৫
দাউদকান্দি পৌরসভার ৪নং ওয়ার্ড (তুজারভাঙ্গা -উত্তর সতানন্দী) জামায়াতে ইসলামীর কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৫ আগষ্ট) বিকালে পৌরসভা উচ্চ বিদ্যালয়ের হলরুমে এ কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উত্তর জেলা জামায়াতে ইসলামীর আমীর অধ্যাপক আব্দুল মতিন। পৌরসভা জামায়াতে ইসলামীর আমীর আবুল কাশেম প্রধানিয়ার সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, দাউদকান্দি উপজেলা জামায়াতে ইসলামী আমীর মনিরুজ্জামান বাহলুল, আরও বক্তব্য রাখেন, কুমিল্লা উত্তর জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারি মাওলানা মোশাররফ হোসেন, পৌর জামায়েত ইসলামী সেক্রেটারি মো. শাহজাহান তালুকদার।
এছাড়া আরও বক্তব্য রাখেন তিতাস উপজেলা জামায়াতে ইসলামী আমীর শামীম সরকার, বুড়িচং উপজেলার সাবেক ভাইস-চেয়ারম্যান ও কুমিল্লা জেলা যুব বিভাগের সভাপতি সাইফুল ইসলাম, মাওলানা মতিউর রহমান, ৯ নং ওয়ার্ডের জামায়াতে ইসলামীর সভাপতি বিল্লাল মিয়াজী,পৌর যুব বিভাগের সভাপতি রেজাউল হক সরকার, সাধারণ সম্পাদক তৌফিক রুবেল, মাওলানা আবু জাফর, মোহাম্মদ আব্দুল্লাহ, পৌর শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি ফজলে হক।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, জসিমউদ্দীন মাহমুদ।


