ঢাকা (বিকাল ৪:০৪) শুক্রবার, ৫ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
শিরোনাম

আজ পু্ত্র ড.মারুফকে নিয়ে লন্ডনে যাচ্ছেন বিএনপি নেতা ড. মোশাররফ

বিএনপি ২১৬১ বার পঠিত

হোসাইন মোহাম্মদ দিদার হোসাইন মোহাম্মদ দিদার Clock শুক্রবার দুপুর ০১:৫৮, ১৫ আগস্ট, ২০২৫

বিএনপির স্থায়ী কমিটির সিনিয়র সদস্য ও সাবেক মন্ত্রী ড. খন্দকার মোশাররফ হোসেন আজ শুক্রবার (১৫ জুলাই) সকাল ১০ টায় লন্ডন গেছেন। তিনি স্থানীয় সময় লন্ডনের হিথ্র বিমানবন্দরের উদ্দেশ্য ঢাকা ত্যাগ করেন। তার সফরসঙ্গী হিসেবে রয়েছেন স্ত্রী বিলকিস হোসেন ও কনিষ্ঠ পু্ত্র বিএনপির নির্বাহী কমিটির সদস্য ড. খন্দকার মারুফ হোসেন।

 

আজ সকালে তিনি ঢাকা ত্যাগ করেন। লন্ডনে অবস্থানরত বিএনপির নেতারা এয়ারপোর্টে এসে অভ্যর্থনার মাধ্যকে তাকে বরণ করার কথা রয়েছে।

 

লন্ডনে এই বিএনপি নেতার সফর ঘিরে চলছে নেতা-কর্মীদের মাঝে তুমুল চর্চা। দাউদকান্দি উপজেলা বিএনপির আহ্বায়ক এমএ লতিফ ভূঁইয়া মনে করেন, “বিএনপির এই প্রভাবশালী নেতা ড. খন্দকার মোশাররফ হোসেন স্যার আজ লন্ডনে যাচ্ছেন। সেখানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আগামীর প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে দেখা করবেন। দলের জন্য বিশেষ বার্তা নিয়ে আসবেন। ”

 

 

এছাড়াও জাতীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য ড. খন্দকার মারুফ হোসেন আজ শুক্রবার সকাল ৮ টায় সকল রাজনৈতিক নেতা-কর্মীসহ দেশবাসির কাছে দোয়া চেয়ে তার ভেরিফায়েড ফেসবুক ওয়ালে

একটি স্ট্যাটাস দিয়েছেন। তা পাঠকের উদ্দেশ্যে হুবহু তুলে ধরা হলো,”

 

আজ মহান আল্লাহর নামে আমি, আমার আব্বা বীর মুক্তিযোদ্ধা ড. খন্দকার মোশাররফ হোসেন ও আম্মা বিলকিস আকতার হোসেনসহ, আব্বার উন্নত চিকিৎসার জন্য যুক্তরাজ্যের লন্ডন উদ্দেশ্যে যাত্রা করছি।

 

সকলের কাছে অনুরোধ, আমাদের জন্য দোয়া করবেন—মহান আল্লাহ যেন আমাদের যাত্রা নিরাপদ করেন এবং সুস্থভাবে লন্ডন পৌঁছানোর তৌফিক দান করেন।”

 

 

উল্লেখ্য, ড. খন্দকার মোশাররফ হোসেন কুমিল্লা-১ (দাউদকান্দি -মেঘনা) ও কুমিল্লা-২ (হোমনা -তিতাস) সংসদীয় আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে নির্বাচন করার ঘোষণা দেয়ার কিছু দিন পর লন্ডনে যাচ্ছেন। তাই এই সফরকে ইতিবাচক হিসেবে দেখছেন রাজনৈতিক নেতা-কর্মীরা।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShasTech-IT