দাউদকান্দিতে সাংবাদিকদের সঙ্গে বিদায়ী ইউএনও নাঈমা ইসলামের মতবিনিময়

হোসাইন মোহাম্মদ দিদার
বৃহস্পতিবার সন্ধ্যা ০৬:২১, ৭ আগস্ট, ২০২৫
কুমিল্লার দাউদকান্দি উপজেলায় প্রমোশনাল বদলিজনিত কারণে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাঈমা ইসলাম স্থানীয় সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠানিত হয়েছে
বুধবার (৭ আগস্ট) সকাল ১১টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন, সহকারী কমিশনার (ভূমি) রেদওয়ান ইসলাম।
সভায় উপজেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। বক্তারা ইউএনও নাঈমা ইসলাম উপকেলায় দায়িত্বপালনকালে সকল চাপের উর্ধ্বে থেকে দাপ্তরিক কাজ করায় ভূয়সী প্রশংসা করেন। তার কর্মদক্ষতা এবং জনসেবামূলক ভূমিকার প্রশংসা করেন। সাংবাদিকরা বলেন, তিনি ছিলেন একজন জনবান্ধব প্রশাসনিক কর্মকর্তা , যিনি সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সাথে দাউদকান্দির মানুষের জন্য কাজ করে গেছেন।
বিদায়ী বক্তব্যে ইউএনও নাঈমা ইসলাম সাংবাদিকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন,” “দাউদকান্দির মানুষের আন্তরিক সহযোগিতা, সাংবাদিকদের পেশাদার মনোভাব এবং একসঙ্গে কাজ করার যে দারুণ অভিজ্ঞতা হয়েছে, তা আমি আজীবন হৃদয়ে ধারণ করবো।”
এসময় উপজেলায় কর্মরত ইলেকট্রিক্স ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ইউএনও নাঈমা ইসলামকে নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি) হিসেবে পদোন্নতি দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় একটি প্রজ্ঞাপন জারি করেন।