দাউদকান্দিতে সাবেক পৌর মেয়রের ভাতিজার ওপর হত্যা চেষ্টায় হামলা : আহত ১

স্টাফ রিপোর্টার
রবিবার সন্ধ্যা ০৬:১২, ১০ আগস্ট, ২০২৫
কুমিল্লার দাউদকান্দি পৌরসভার সাবেক মেয়র আব্দুস ছাত্তারের ভাতিজা দোনারচর গ্রামের ইব্রাহিম কাদির সোহাগকে হত্যার চেষ্টায় হামলা চালিয়ে কুপিয়ে গুরুত্বর আহত করেছে এলাকার চিহ্নিত দুষ্কৃকিতকারীরা৷
শনিবার( ৯ আগস্ট) রাত সাড়ে ১০টায় গুরুত্বর আহত ইব্রাহিম কাদির সেহাগের স্ত্রী সাবিনা ইয়াসমিন বাদী হয়ে দাউদকান্দি মডেল থানায় ৪ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাত আরো ১০/১২ জনকে আসামী করে একটি লিখিত অভিযোগ দায়ের করেন৷
আসামীরা হলেন,দোনারচর গ্রামের মো. তুষার মিয়া (২৫), পিতা-মো. সেলিম মিয়া প্রকাশ সেইল্লা, মো. কাউছার মিয়া (৩০), পিতা-মো.সেলিম মিয়া প্রকাশ সেইল্লা,মোছা. লুৎফুনেছা বেগম (৫৫), স্বামী-মো. সেলিম মিয়া প্রকাশ সেইল্লা ও মো. জহির উদ্দিন (২৬), পিতা-মো. নজরুল ইসলাম প্রকাশ নইজ্জা,
প্রত্যক্ষদর্শী ও এজাহার সূত্রে জানা যায়,মো. ইব্রাহিম কাদিরের বসত ঘর থেকে একটি মোটর,ইলেকটিক তার এবং আইপিএস এর ব্যাটারী চুরি করে নিয়ে যায় বলে জিজ্ঞাসাবাদে প্রতিপক্ষরা উক্ত বিষয় নিয়ে ইব্রাহিম কাদিরকে মারধরসহ বিভিন্ন ভয়ভীতি ও প্রাণ নাশের হুমকি দিতে থাকে এবং শনিবার দুপুর ২ টায় প্রতিপক্ষ মো. তুষার মিয়া,মোঃ কাউছার মিয়া, মোছা. লুৎফুনেছা বেগম ও মো. জহির উদ্দিনসহ তাহাদের সহযোগী আরো অজ্ঞাতনামা ১০/১২ জন পূর্ব বিরোধের জের ধরে পূর্বপরিকল্পিত ভাবে হাতে ধারালো রামদা, চাপাতি, সুইচ গিয়ার, জিনারীযুক্ত কাঠসহ দেশী অস্ত্রে সস্ত্রে সজ্জিত হয়ে ইব্রাহিম কাদির সোহাগের উপর অর্তকিত হামলা চালিয়ে এলোপাতাড়ি মারধরসহ হাতে থাকা ধারালো রাম দা দিয়ে হত্যার উদ্দেশে মাথার সামনের অংশে কুপিয়ে গুরুতর রক্তাক্ত জখম করে এবংইব্রাহিম কাদিরের স্ত্রী স্বামীকে বাঁচাতে এগিয়ে আসলে ০৮ (আট) আনা ওজনের স্বর্নের চেইন, যার আনুমানিক মূল্য অনুমান ৮০,০০০/-(আশি হাজার টাকা) এবং বসত ঘরের ভিতর অনধিকার প্রবেশ করিয়া বিভিন্ন আসবাবপত্র ভাংচুর করে৷ আলমারীতে রক্ষিত নগদ ৮০,০০০/-(আশি হাজার) টাকা লুট করে করিয়া নিয়ে যায়।
এদিকে গুরুত্বর আহত ইব্রাহিম কাদির ও তার স্ত্রী চিৎকার করতে থাকলে সন্ত্রাসীরা পালিয়ে যেতে সক্ষম হয়৷ এসময় ইব্রাহিম কাদির সোহাগকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স (গৌরীপুর) হাসপাতালে ভর্তি করা হয়৷
এবিষয়ে মডেল থানার অফিসার-ইন-চার্জ জুনায়েত চৌধুরী জানান” এমন একটি অভিযোগ পেয়েছি। বিষয়টি তদান্তাধীন। তদন্তে দোষী প্রমাণিত হলে আইননুসারে ব্যবস্থা গ্রহণ করা হবে।”