ঢাকা (রাত ১:৩৫) মঙ্গলবার, ২৬শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

কুড়িগ্রামে কোভিড-১৯ সচেতনতায় ভলান্টিয়ার ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

সাজাদুল ইসলাম,কুড়িগ্রাম সাজাদুল ইসলাম,কুড়িগ্রাম Clock বৃহস্পতিবার ১২:৫৪, ১৯ মে, ২০২২

কুড়িগ্রামে কোভিড-১৯ প্রতিরোধে ঝুঁকি কমাতে বয়স্ক ব্যক্তি ও শিশুদের ভ্যাকসিন গ্রহণে উদ্বুদ্ধকরণ ও জনসচেতনতা বাড়াতে নির্ধারিত কর্মসূচি বাস্তবায়নে ৪০ জন ভলান্টিয়ারকে নিয়ে দিনব্যাপী ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে।

বেসরকারি সংগঠন দি হাঙ্গার প্রজেক্টের আয়োজনে এবং ইউনিসেফ’র সহযোগিতায় বুধবার (১৮ মে) সকালে শহরের টেরেডেস হোমস ফাউন্ডেশন হলরুমে প্রশিক্ষণের উদ্বোধন করেন সিভিল সার্জন ডা. মনজুর-এ-মুর্শেদ।

এসময় বক্তব্য রাখেন, সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. আ.ন.ম গোলাম মোহাহমেন, সাংবাদিক হুমায়ুন কবির সূর্য, দি হাঙ্গার প্রজেক্টের আঞ্চলিক সমন্বয়কারী রাজেশ দে, হেড অব মনিটরিং মামুন উর রশীদ, রেডিও চিলমারী স্টেশন ম্যানেজার বশির আহমেদ, কুড়িগ্রাম জেলা সমন্বয়কারী খন্দকার রাশেদুল আনম অপু, ইনফরমেশন সার্ভিস প্রভাইডার গোলাম হাক্কানী রাব্বী শামিম প্রমুখ।

আয়োজকরা জানান, জেলার ৭ উপজেলা থেকে ৪০ জন ভলান্টিয়ার কোভিড-১৯ সচেনতায় স্ব-স্ব উপজেলায় জনসচেতনতামূলক মাইকিং, কমিউনিটি লিডারদেরকে নিয়ে মতবিনিময়, ধর্মীয় নেতাদের সাথে কর্মশালা, পপুলার থিয়েটার বা লোকগানে সচেতনতা বাড়ানো, টাউনহল মিটিং, এডভোকেসি মিটিং, ২১ হাজার শিক্ষার্থীদের মাঝে ক্লাসরুটিন বিতরণ ও ক্যাম্পেইনকরণ এবং প্রায় ৮ হাজার নারী-পুরুষের সাথে উঠান বৈঠক করবে প্রশিক্ষণ প্রাপ্ত ভলান্টিয়াররা।




শেয়ার করুন

GloboTroop Icon
পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT