ঢাকা (রাত ১২:৩২) শনিবার, ২৮শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

Join Bangladesh Navy


উলিপুরে জাল টাকাসহ আটক-২

উলিপুরে জাল টাকাসহ আটক-২

সাজাদুল ইসলাম, কুড়িগ্রাম সাজাদুল ইসলাম, কুড়িগ্রাম Clock রবিবার রাত ১১:৩৮, ৭ মে, ২০২৩

কুড়িগ্রামের উলিপুরে ৫৩ হাজার টাকা মূল্যেমানের জাল নোটসহ দুইজনকে আটক করেছে পুলিশ। গত শনিবার ভোর রাতে পৌর শহরের নূরপুর রামদাস ধনিরাম এলাকা থেকে তাদের আটক করা হয়। আটকরা হলেন ওই এলাকার আব্দুল হালিমের ছেলে জাহিদুল ইসলাম (৪২) ও মৃত তোফায়েল আহমেদের ছেলে ইদ্রিস আলী (৩০)।
পুলিশ জানায়, পৌর শহরের নূরপুর রামদাস ধনিরাম এলাকায় জাল টাকার নোট নিয়ে দুই ব্যক্তি অবস্থান করছে। গত শুক্রবার রাতে এ গোপন সংবাদ পেয়ে উলিপুর থানার এসআই শাহ আলমের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স জাহিদুল ইসলামের বসত বাড়ীতে অভিযান চালিয়ে জাল টাকার নোটসহ হাতেনাতে জাহিদুল ও ইদ্রিসকে আটক করেন। এ সময় তাদের কাছ থেকে ৫৩টি এক হাজার টাকার জাল নোট উদ্ধার করা হয়।
এ বিষয়ে উলিপুর থানার ওসি শেখ আশরাফুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আটককৃতদের বিরুদ্ধে মামলা দিয়ে জেল-হাজতে পাঠানো হয়েছে। এ ছাড়াও আমরা তদন্ত করছি এর পিছনে কেউ জড়িত আছে কিনা? কেউ জড়িত থাকলে তাদেরকেউ আইনের আওতায় আনা হবে।



শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT