ঢাকা (রাত ২:১০) সোমবার, ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

Join Bangladesh Navy


উত্তেজনা – কবি তোফায়েল আহমেদ।

আরিফুল ইসলাম আরিফুল ইসলাম Clock বুধবার দুপুর ০২:০৮, ১৭ জুলাই, ২০১৯

জীবনের উত্তেজনা হরেক রকমের হয় মধু ধরায়
যাপনের ধারাবাহিক পরিক্রমায়,
কেহ নিরবে উত্তেজনা বহন করে নিস্তবদ্ধে আবার
কেহ উত্তেজনায় উচ্চ কন্ঠে জড়ায়।

রাগ অনুরাগ অভিমান অপ্রাপ্তি অবিশ্বাস সংশয়
সন্দেহ থেকে উত্তেজনা উদিত হয়,
বুদ্ধিমানরা উত্তেজনাকে প্রশ্রয় না দিয়ে বুঝিয়ে সংযমে সমাধানের রচনার কথা কয়।

উত্তেজনা হলো রক্ত কনিকায় ও অঙ্গে আগুন
লাগার ঘৃনিত অনুভূতির নাম,
মাথা গরম,তপ্ত শ্বাস,দেমাগ অহংকার ও হিংসা
স্বকীয় ক্ষতি অবশেষ পরিনাম।

উত্তেজনা হলো শাসনের হাতিয়ার ও ক্ষুব্ধ তপ্ত
বিপদের প্রতিশোধ শয়তান পরায়ন,
উত্তেজনায় নিজেকে জড়ালে নিজেরই ক্ষতি
যাহা মধুময় নয়,দুঃখ করে আনয়ন।

উত্তেজনার সময় হলে বোধ ও মনুষ্যত্ব হারিয়ে
নরপশুর বিদঘুটে আচরণ ধারণ করে,আগে,
উত্তেজনা প্রশমিত হলে নিরবে ভাবে ভুক্তভোগী
ভুল পথ ছিল,আপছুস অনুশোচনায় ভোগে।

প্রেমের উত্তেজনা হলে অনুভূতি আছরে পড়ে
কোমলতায় কামনায় অবয়ব যৌবনের শিকার,
দলিতে মথিতে কল্পনায় একাকার আষ্ঠে পিষ্ঠে
ছায়াছবির সম রঙ্গিন জল্পিত বা বাস্তব আকার।

ভালোবাসা উত্তেজিত হলে হৃদয় নড়ে আঁখি
পরতে জাগে নেশার অনুভবের মোহনার ঝড়,
মনের বাঁধনে মন থাকে দূর – অদূরে, আপনে
আপন বাঁচে,কখনো শেখরের নিভৃতে হয়না পর।

উত্তেজনার আকুল ব্যকুল বিনয়ী আবেদন থাকে
সৃষ্টির রসালু রসায়নের,
যা, তনুর স্রোতে বহে বেড়ায়,অনুভূতিরা মানসের
তুলিতে কুড়ায়,একান্ত আপনের।

উত্তেজনা নিখিলের সব প্রণীতেই আছে,
কলির উত্তেজনা ভ্রমরকে নিয়ে,সাগরের উত্তেজনা গর্জন,
রাজনীতির উত্তেজনায় ব্যবসা, শক্তি কখনো মৃত্যু
লোভ মোহ লালসার স্বার্থের উত্তেজনায় অর্থের অর্জন।

উত্তেজনা শয়তানের সাথে মিতালী করে মানবকে কুপথের পাপের অন্ধকারে ঠেলে দেয়,
যতই করুক বাহাদুরী উত্তেজনা,ইচ্ছের কাছে সে
পরাজিত,উত্তেজনায় মান ইজ্জতের ব্যয়।

উত্তেজনা হলো মনের ব্যপার,মনের মনোযোগে
তাকে সহসাই প্রসমিত ও শান্ত করা যায়,
উত্তেজনার বিষয় চেতনায় ধারণ না করেই ছুঁড়ে
ফেলা,অন্য বিষয় ভাবনায় উত্তেজনা হারায়।

সব উত্তেজনাই অমঙ্গলের নয়,মঙ্গলের উত্তেজনা
মানুষের মাঝে বিরাজিত,প্রার্থনার আপনা,
যেমন,নামাজ পড়তে মানসিক উত্তেজনা,গরীবকে
দানের উত্তেজনা,মানবতা ও সত্যের উত্তেজনা।

মানুষকে শ্রেষ্ঠ উপহার বিধাতা দিয়েছেন ইচ্ছা
জ্ঞান,বিবেকের আলো,
উত্তেজনার গতি না বাড়িয়ে গতিমন্থরে ইচ্ছেকে
কাজে লাগালে, দূর হয় সব পাপ কালো।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT