ঢাকা (ভোর ৫:২১) সোমবার, ২০শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
শিরোনাম

স্পেনের বিপক্ষে নেইমার বিহীন ব্রাজিলের দল ঘোষণা

ফুটবল ২২২৩ বার পঠিত
নেইমার
নেইমার। ছবি : সংগৃহীত

ক্রীড়া প্রতিবেদক ক্রীড়া প্রতিবেদক Clock শনিবার সকাল ১১:১৩, ২ মার্চ, ২০২৪

ইউরোপে প্রীতি ম্যাচ খেলতে দল ঘোষণা করেছে ব্রাজিল। নতুন ভারপ্রাপ্ত কোচ ডোরিভ্যাল জুনিয়র এর নেতৃত্বে গঠিত দলে জায়গা হয়নি নেইমার জুনিয়রের।

আগামী ২৪ মার্চ রাত ১টায় ইংল্যান্ড ও ২৭ মার্চ রাত আড়াইটায় স্পেনের বিপক্ষে মাঠে নামবে ব্রাজিল। এই দুই ম্যাচের আগে ২৬ সদস্যের দল ঘোষণা করেছে সেলেসাওরা।

ঘোষিত দলে ইয়ান কৌতো, স্যাভিনহো, আন্দ্রেয়াস পেরেইরা, মুরিলো প্রথমবারের মতো ডাক পেয়েছেন। সেখানে ব্রাজিলিয়ান লিগের খেলোয়াড়দের আধিক্যেই বেশি। এ দিকে চোটের কারণে বড় তারকা নেইমারকে রাখা হয়নি।

 

ব্রাজিলের স্কোয়াড

গোলরক্ষক: বেন্টো, এডারসন, রাফায়েল

রক্ষণ: দানিলো, ইয়ান কৌতো, আয়ারতোন লুকাস, ওয়েনডেল, বেরালদো, ম্যাগালহায়েস, মার্কুইনহোস, মুরিলো

মধ্যমাঠ: আন্দ্রে, অ্যান্দ্রেস পেরেইরা, গুইমারেস, ক্যাসেমিরো, ডগলাস লুইস, জোয়াও গোমেজ, প্যাকুয়েতা, পাবলো মাইয়া

আক্রমণ: এন্দ্রিক, মার্টিনেল্লি, র্যা পিনহা, রিচার্লিসন, রদ্রিগো, স্যাভিনহো ও ভিনিসিউস জুনিয়র।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT