রোনালদো কি আল নাসরেই থাকছেন?

ক্রীড়া প্রতিবেদক
বৃহস্পতিবার সকাল ১১:৩৮, ১৭ এপ্রিল, ২০২৫
ক্রিশ্চিয়ানো রোনালদো আল-নাসরের সঙ্গে নিজের ভবিষ্যৎ চূড়ান্ত করে ফেলেছেন। স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কা জানিয়েছে, তিনি আরও দুই বছরের জন্য নতুন চুক্তি করতে যাচ্ছেন, যেখানে দ্বিতীয় বছর নির্ভর করবে তার পারফরম্যান্স ও ইচ্ছার ওপর।
এর ফলে অন্তত ২০২৬ সাল পর্যন্ত রিয়াদের ক্লাবটিতেই থাকবেন রোনালদো। তিনিও এটাই চান। যুক্তরাষ্ট্র, কানাডা এবং মেক্সিকোতে অনুষ্ঠেয় ২০২৬ বিশ্বকাপে পর্তুগালের হয়ে খেলার স্বপ্ন পূরণ করতে চান তিনি।
আল-নাসরে যোগ দেওয়ার পর থেকে রোনালদো শুধু মাঠের খেলাতেই নয়, পুরো ক্লাবের ভবিষ্যৎ পরিকল্পনায়ও জড়িয়ে পড়েছেন। ক্লাবের উচ্চাকাঙ্ক্ষা এবং প্রতিযোগিতামূলক দল গড়ার অংশ হিসেবেই জানুয়ারিতে অ্যাস্টন ভিলা থেকে জন দুরানকে দলে টানা হয়েছে।
সৌদি প্রো লিগ এবং এএফসি চ্যাম্পিয়নস লিগের শিরোপার জন্য এখন লড়ছে আল-নাসর। রোনালদো স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন, তিনি সৌদিতে ক্যারিয়ারের শেষ সময় কাটাতে নয়, জেতার জন্যই আছেন।
নতুন এই চুক্তি শুধু খেলার চুক্তি নয়, এর সঙ্গে যুক্ত আছে বিভিন্ন বাণিজ্যিক, ব্র্যান্ড দূতিয়ালির কাজ এবং সৌদি আরবের বিভিন্ন ব্যবসায়িক প্রকল্পেও অংশগ্রহণ। ধারণা করা হচ্ছে, এই চুক্তির মাধ্যমে তিনি বছরে প্রায় ২০০ মিলিয়ন ইউরো উপার্জন করবেন।
এখানেই শেষ নয়। তাকে নিয়ে চলছে আরেক গুঞ্জন। স্প্যানিশ সংবাদ মাধ্যমের খবর, সৌদি আরব যদি লা লিগার ক্লাব ভ্যালেন্সিয়ায় বিনিয়োগ করে, তাহলে সেখানে রোনালদোর ভূমিকাও থাকতে পারে।
রোনালদো বর্তমানে পেশাদার ক্যারিয়ারে ৯৩৪ গোলের মালিক। এই ফর্ম বজায় থাকলে ২০২৬ সালের পরও খেলে তিনি ১০০০ গোলের মাইলফলক ছুঁতে পারেন।