ঢাকা (দুপুর ২:০২) রবিবার, ২২শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

Join Bangladesh Navy


বাজারের সেরা পাঁচ স্মার্টফোন

top_5_phn

মেঘনা নিউজ ডেস্ক মেঘনা নিউজ ডেস্ক Clock মঙ্গলবার সকাল ১০:৫৭, ৬ ফেব্রুয়ারী, ২০১৮

top_5_phnবিশ্বের শীর্ষ পাঁচ স্মার্টফোন বিক্রেতার তালিকায় ঢুকে পড়েছে চীনের স্মার্টফোন নির্মাতা শাওমি। শীর্ষস্থানীয় আন্তর্জাতিক বাজার গবেষণা প্রতিষ্ঠান আইডিসির সাম্প্রতিক এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। আইডিসির তথ্য অনুযায়ী, স্মার্টফোনের বার্ষিক বাজার কিছুটা কমেছে। ২০১৭ সালে প্রথমবারের মতো এমন দৃশ্য দেখা গেছে।

শুক্রবার আইডিসির প্রকাশিত তথ্য অনুযায়ী, বিশ্বব্যাপী স্মার্টফোন বাজারে আসার হার দশমিক এক শতাংশ কমেছে। ২০১৭ সালে ১৪৭ কোটি ইউনিট স্মার্টফোন এসেছে। প্রথমবারের মতো বার্ষিক হিসেবে স্মার্টফোন বাজারে আসার হার কমতে দেখা গেল। অবশ্য অন্যদিকে, আরেক বাজার গবেষণা প্রতিষ্ঠান স্ট্র্যাটেজি অ্যানালাইটিকসের তথ্য অনুযায়ী, স্মার্টফোন বাজারে আসার হার ১ শতাংশ বেড়েছে।

আইডিসির তথ্য অনুযায়ী, স্মার্টফোন ক্রেতারা এখন দামী ও ফ্ল্যাগশিপ ফোন কেনার দিকে ঝুঁকছেন বেশি। বিশ্বের বৃহত্তম স্মার্টফোন বাজার চীন ও তৃতীয় বৃহত্তম বাজার যুক্তরাষ্ট্রে স্মার্টফোনের বাজার গত বছরের শেষ প্রান্তিক অর্থাৎ, অক্টোবর থেকে ডিসেম্বরে ৬ দশমিক ৩ শতাংশ কমেছে। স্ট্র্যাটেজি অ্যানালাইটিকস বলছে, ওই তিন মাসে ৯ শতাংশ স্মার্টফোন বিক্রি কমেছে। এটি স্মার্টফোনের ইতিহাসে স্মার্টফোনের চাহিদা কমার সবচেয়ে বড় উদাহরণ।

আইডিসির তথ্য অনুযায়ী, গত বছরের শেষ তিন মাসে স্যামসাংয়ের স্মার্টফোনের চেয়ে বেশি আইফোন বিক্রি করেছে অ্যাপল। ওই সময় আইফোন ১০ বাজারে ছাড়ে মার্কিন প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠানটি।

তবে স্মার্টফোন বাজারে শীর্ষ  স্থানটি এখনো স্যামসাংয়ের। শীর্ষ চারটি স্মার্টফোন নির্মাতা হচ্ছে-স্যামসাং, অ্যাপল, হুয়াওয়ে ও চারে চীনের অপো। পঞ্চম স্থানে উঠে আসতে ভিভোকে পেছনে ফেলেছে শাওমি। গত বছরের শেষ প্রান্তিকে সাড়ে ৭৪ শতাংশ স্মার্টফোন বিক্রি বেড়েছে শাওমির। তথ্যসূত্র: রয়টার্স।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT