ঢাকা (দুপুর ১:২২) বৃহস্পতিবার, ২১শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

প্রধানমন্ত্রীর উপহারের ট্যাব ৬২৩ শিক্ষার্থীর হাতে

প্রধানমন্ত্রীর উপহারের ট্যাব ৬২৩ শিক্ষার্থীর হাতে

আসাদুজ্জামান খন্দকার 
গাইবান্ধা আসাদুজ্জামান খন্দকার গাইবান্ধা Clock বুধবার বেলা ১২:৪৩, ১৭ মে, ২০২৩

প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহারের ট্যাব গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার ২৮৫ জন মেধাবী শিক্ষার্থীর মাঝে বিতরণ করা হয়েছে। এর আগে দেওয়া হয় ৩৩৮ জনকে। এ নিয়ে মোট ৬২৩ শিক্ষার্থীর হাতে এই ট্যাবগুলো পৌঁছানো হয়।
মঙ্গলবার (১৬ মে) বিকেলে সাদুল্লাপুর উপজেলা পরিসংখ্যান কার্যালয়ের আয়োজনে ও উপজেলা প্রশাসন এবং মাধ্যমিক শিক্ষা অফিসের সহযোগিতায় মাধ্যমিক ও সমমান বিদ্যালয়ের ৯ম ও ১০ম শ্রেণির মেধাবী ২৮৫ শিক্ষার্থীর মাঝে দ্বিতীয় দফায় বিতরণ করা হয়। এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদ সদস্য অ্যাডভোকেট উম্মে কুলসুম স্মৃতি।
উপজেলা পরিষদ হলরুমে এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছা. রোকসানা বেগম। এসময় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুব আলম, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল জলিল সরকার, সাধারণ সম্পাদক সহীদুল্যাহেল কবির ফারুক, উপজেলা পরিসংখ্যান কার্যালয়ের আনিছুর রহমান, একরামুল হক আকন্দ প্রমুখ।
সাদুল্লাপুর উপজেলা পরিসংখ্যান কার্যালয়ের এসআই আনিছুর রহমান বলেন, জনশুমারি ও গৃহগণনা ২০২১ প্রকল্পের ব্যবহৃত ট্যাবলেট গুলো মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে স্মার্ট বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে এবং তাঁর উপহার হিসেবে প্রথম দফায় ৩৩৮ জন ও মঙ্গলবার দ্বিতীয় দফায় ২৮৫ জন মেধাবী ছাত্র-ছাত্রীর মাঝে বিতরণ করা হয়। এসময় ওইসব শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকরা উপস্থিত ছিলেন।



শেয়ার করুন

GloboTroop Icon
পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT