ঢাকা (সকাল ৯:৪৩) শুক্রবার, ৩রা জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

Join Bangladesh Navy


সিলেট-ঢাকা মহাসড়কে এক সঙ্গে ৫টি গাড়ির সংঘর্ষে নিহত ১জন

সিলেট ঢাকা-মহাসড়কে এক সঙ্গে ৫টি গাড়ির সংঘর্ষে নিহত ১জন

আবুল কাশেম রুমন আবুল কাশেম রুমন Clock রবিবার সন্ধ্যা ০৭:০০, ৬ আগস্ট, ২০২৩

সিলেট-ঢাকা মহাসড়কে এক সঙ্গে ৫টি গাড়ির সংঘর্ষে নিহত ১জন হওয়র খবর পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে রোববার (৬ আগষ্ট) সকাল ৯.১০ মিনিটের দিকে সিলেটের ওসমানীনগরের আহমদ নগরে।

নিহত ব্যক্তির নাম খলিলুর রহমান (৪৮)। তাঁর বাড়ি ওসমানীনগর উপজেলার গোয়ালাবাজার এলাকার ব্রাক্ষণশাসন গ্রামে। এ ঘটনায় আরেকজন গুরুতর আহত হয়েছেন। তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। তাৎক্ষণিক ভাবে আহতের নাম-ঠিকানা পাওয়া যায়নি।

জানান যায়, এক সঙ্গে ৩ মিনিটের ব্যবধানে একটি ট্রাক, বাস, পিকআপ, সিএনজি অটোরিকশা ও মোটরসাইকেলের সংঘর্ষ ঘটেছে। ঘটনাস্থলে মোটরসাইকেলটি পিকআপের নিচে চাপা পড়ে যায়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল চালক খলিলুর রহমানের মৃত্যু হয়।

খবর পেয়ে ওসমানীনগর থানা পুলিশ ও ফায়ার সার্ভিস টিম ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT