ঢাকা (সন্ধ্যা ৬:৪৫) বৃহস্পতিবার, ২৬শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

Join Bangladesh Navy


সাঘাটার বোনারপাড়া ইউপি চেয়ারম্যানের পদ শুন্য ঘোষনা

আসাদ খন্দকার আসাদ খন্দকার Clock মঙ্গলবার রাত ১১:১২, ২২ অক্টোবর, ২০২৪

গাইবান্ধার সাঘাটা উপজেলার বোনারপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদ শূন্য ঘোষণা করা হয়েছে।

স্থানীয় সরকার বিভাগের উপসচিব ড: মাসুরা বেগমের ২১ অক্টোবর স্বাক্ষরিত এক পত্রের সূত্র জানায়, উপজেলার ১০ নং বোনারপাড়া ইউপি চেয়ারম্যান নাছিরুল আলম স্বপনের বিরুদ্ধে পরিষদের ৯ জন ইউপি সদস্য অর্থ আত্মসাৎ সহ বিভিন্ন অনিয়ম দুর্নীতির অভিযোগ আনলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মনোরঞ্জন বর্মন অভিযোগের তদন্ত করেন।

তদন্তে আনীত অভিযোগ প্রমাণিত হয়।

 

চেয়ারম্যানের অনিয়মের অভিযোগ প্রমাণিত হলে ইউপি সদস্যরা তার বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনেন।

সহকারী কমিশনার মনোরঞ্জন বর্মন ওই অনাস্থা প্রস্তাবের বিষয়ে গোপন ভোটের আয়োজন করেন।

এতে অনাস্থা প্রস্তাবের পক্ষে ৯টি ও বিপক্ষে ৩টি ভোট পড়ে।

তদন্ত প্রতিবেদন এবং অনাস্থা প্রস্তাবের ফলাফল জেলা প্রশাসকের মাধ্যমে স্থানীয় সরকার বিভাগে প্রেরণ করা হলে স্থানীয় সরকার বিভাগ থেকে গত ২১ অক্টোবর বোনারপাড়া ইউপি চেয়ারম্যানের পদ শূন্য ঘোষণা করা হয়।

এ ব্যাপারে সাঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ইসাহাক আলীর সাথে কথা বললে, তিনি এ সংক্রান্ত চিঠি পাওয়ার কথা স্বীকার করে বিধি মোতাবেক পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT