ঢাকা (সন্ধ্যা ৬:৪৫) রবিবার, ২৯শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
শিরোনাম

Join Bangladesh Navy


লোহাগড়া উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে ব্যাপক প্রস্তুতি

লোহাগড়া উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে ব্যাপক প্রস্তুতি

নিজস্ব প্রতিনিধি নিজস্ব প্রতিনিধি Clock বৃহস্পতিবার রাত ১১:৩৩, ১০ অক্টোবর, ২০১৯

এসকে,এমডি ইকবাল হাসান, নড়াইল প্রতিনিধি: নড়াইলের লোহাগড়া উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন আগামী ২৭ অক্টোবর। এরই মধ্যে মুন্সী আলাউদ্দিন কে আহবায়ক ও শেখ সিহানুক রহমানকে সদস্য সচিব করে ৩১ সদস্যের সম্মেলন প্রস্তুতি কমিটি ঘোষণা করা হয়েছে।

মুন্সী আলাউদ্দিন জানান, সম্মেলনে স্মরণকালের সবচেয়ে বেশি লোকসমাগম হবে। সম্মেলন সফল করতে লোহাগড়ার ১২টি ইউনিয়নের প্রতিটি ইউনিয়নে ৩১ সদস্য বিশিষ্ট কাউন্সিলর এবং পৌরসভায় ৩১ সদস্য বিশিষ্ট কাউন্সিলর তালিকা জমা পড়েছে।

আসন্ন সম্মেলনে সভাপতি প্রার্থী মুন্সী আলাউদ্দিন বলেন, আমি ১৯৭৫ সাল থেকে ১৯৭৭ সাল পর্যন্ত লোহাগড়া পাইলট স্কুলে ছাত্রলীগের সভাপতি ছিলাম। ১৯৭৯ সালে খুলনা বি,এল কলেজে ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ছিলাম। লোহাগড়া থানা ছাত্রলীগেরও সভাপতি ছিলাম। যুবলীগ করেছি। পরে মূলদলে চলে আসি। সর্বশেষ লোহাগড়া উপজেলা আওয়ামী লীগের চলমান কমিটির সিনিয়র সহসভাপতি হিসাবে দলকে সংঘটিত করেছি। আর এখন সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক হিসাবে দায়িত্ব পালন করছি। জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন খান নিলু বলেন, দলের সভাপতি শেখ হাসিনা শুদ্ধি অভিযান শুরু করেছেন। শুদ্ধি অভিযনের অংশ হিসাবেই লোহাগড়াতে সম্মেলন করা হচ্ছে। কমিটিতে ক্যাসিনো-হাইব্রীড নেতাদের জায়গা হবে না।

উল্লেখ্য, ২০১৪ সালের ১১ জানুয়ারি লোহাগড়া উপজেলা আওয়ামী লীগের সর্বশেষ সম্মেলন অনুষ্ঠিত হয়।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT