মেরিন একাডেমীতে ই-ফাইলিং সিস্টেমের উপর প্রশিক্ষণ কোর্স সম্পন্ন
আরিফুল ইসলাম সোমবার দুপুর ০২:১৫, ২৩ অক্টোবর, ২০১৭
মোহাম্মদ নেজাম উদ্দিনঃ চট্টগ্রামস্থ বাংলাদেশ মেরিন একাডেমী ও ঢাকাস্থ প্রধানমন্ত্রীর কার্যালয়ের একসেস টু ইনফরমেশন(এটুআই) প্রোগ্রামের যৌথ উদ্যোগে বাংলাদেশ মেরিন একাডেমী, চট্টগ্রাম এর আইএমও(ইন্টারন্যাশনাল মেরিটাইম অর্গানিজেশন) সম্মেলন কক্ষে ২০-২১ অক্টোবর ২০১৭ তারিখ ০২ (দুই) দিন ব্যাপী ই-ফাইলিং সিস্টেম-এর উপর প্রশিক্ষণ কোর্স সম্পন্ন হয়েছে।
উক্ত প্রশিক্ষণ কোর্সে বাংলাদেশ মেরিন একাডেমী, চট্টগ্রাম হতে ২২(বাইশ) জন এবং ন্যাশনাল মেরিটাইম ইন্সটিটিউট, চট্টগ্রাম (এনএমআই) হতে ০৭(সাত) জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেন। এতে প্রশিক্ষক ছিলেন জনাব মোঃ খুরশেদ আলম খান, ডোমেইন স্পেশালিষ্ট,এটুআই প্রোগ্রাম, প্রধানমন্ত্রীর কার্যালয়, পুরাতন সংসদ ভবন, ঢাকা এবং জনাব মোঃ কামরুল হাসান সোহেল, সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট, ডেপুটি কমিশনারের কার্যালয়, শরীয়তপুর। প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করেন বাংলাদেশ মেরিন একাডেমীর কমান্ড্যান্ট চাটার্ড মেরিন ইঞ্জিনিয়ার ড. সাজিদ হোসেন এবং স্বাগত বক্তব্য রাখেন একাডেমীর ডেপুটি কমান্ড্যান্ট ও কোর্স পরিচালক ক্যাপ্টেন কাজী এবিএম শামীম । মেরিন একাডেমী হতে প্রশিক্ষণে অংশগ্রহণকারীরা হলেন ক্যাপ্টেন কাজী এবিএম শামীম, ডেপুটি কমান্ড্যান্ট, ক্যাপ্টেন মোঃ তৌফিকুল ইসলাম, নৌ-শিক্ষা প্রধান (অতিরিক্ত দায়িত্ব), মোঃ মঞ্জুরুল কবীর, প্রধান প্রকৌশলী, খালিদ মাহমুদ, প্রধান শিক্ষা কর্মকর্তা, লেঃ কমান্ডার মুসা মতিউর রহমান, নৌ-প্রশিক্ষক ও এ্যাডজুটেন্ট(অতিরিক্ত দায়িত্ব), মোঃ নাসির উদ্দিন, ইলেকট্রনিক প্রশিক্ষক ও আইসিটি কর্মকর্তা, মোঃ আনোয়ারুল ইসলাম, উধ্বর্তন শিক্ষা কর্মকর্তা ও হিসাব রক্ষন কর্মকর্তা(অতিরিক্ত দায়িত্ব), মোঃ মাহমুদ মিয়া, উধ্বর্তন নৌ-স্থপতি (চলতি দায়িত্ব) ও ভান্ডার কর্মকর্তা(অতিরিক্ত দায়িত্ব), মোঃ আসাদুজ্জামান, শিক্ষা কর্মকর্তা (গণিত) ও উন্নয়ন কর্মকর্তা(অতিরিক্ত দয়িত্ব), মোঃ আজিজুল হক, প্রশাসনিক কর্মকর্তা, মুঃ খালেদ সালাউদ্দিন, প্রদর্শক ও সহকারী কোর্স পরিচালক, প্রকাশ চন্দ্র দে, পিএ টু কমান্ড্যান্ট, মোহাম্মদ নেজাম উদ্দিন, পিএ টু ডেপুটি কমান্ড্যান্ট, মোঃ কামরুজ্জামান, পিএ টু নৌ-শিক্ষা প্রধান (অতিরিক্ত দয়িত্ব), মোঃ হাবিবুর রহমান, পিএ টু প্রধান প্রকৌশলী, রিপন কান্তি দে, পিএ টু প্রধান শিক্ষা কর্মকর্তা, রিটা দে, পিএ টু এ্যাডজুটেন্ট(অতিরিক্ত দায়িত্ব), মোঃ আবদুল খালেক, পিএ টু হিসাব রক্ষন কর্মকর্তা(অতিরিক্ত দায়িত্ব), কাঞ্চন দাশগুপ্ত, পিএ টু উন্নয়ন কর্মকর্তা(অতিরিক্ত দায়িত্ব), নাসরিন সুলতানা, পিএ টু প্রশাসনিক কর্মকর্তা, মোঃ জাকির হোসেন, ষ্টোর কিপার, মোঃ গোলাম হাফিজ, ট্রেসার। ন্যাশনাল মেরিটাইম ইন্সটিটিউট হতে প্রশিক্ষণে অংশগ্রহণকারীরা হলেন ক্যাপ্টেন আতাউর রহমান, চীফ নটিক্যাল ইন্সট্রাক্টর ও অধ্যক্ষ (অতিরিক্ত দায়িত্ব), সৈয়দ নওশন আনসার, চীফ ইঞ্জিনিয়ারিং ইন্সট্রাক্টর, মাহবুবুল আলম চৌধুরী, শিক্ষক(গণিত), মোঃ শাহজাহান মিয়া, হেড অ্যাসিষ্ট্যান্ট, মোঃ শামসুল হক, হিসাব রক্ষক, মোঃ শাহ আলম, অফিস সহকারী, সুমন ঘোষ, ষ্টেপার কিপার। উক্ত কোর্সে বিভিন্ন ভাবে যারা সহায়তা করেছেন- ক্যাপ্টেন আইকে তৈমুর, উর্ধ্বতন নৌ-প্রশিক্ষক ও ওআইসি, বোট, মোঃ আবুল কালাম খান, উর্ধ্বতন তড়িৎ প্রশিক্ষক ও ওআইসি(ট্রান্সপোর্ট), মোঃ শাহ আলম, সিপিও(এসএস) ও ইন-চার্জ-বোট, প্রশান্ত কুমার বড়ুয়া, ভিজিটিং লেকচারার ও ইনচার্জ(ক্যাডেট মেস), মোহাম্মদ ইউনুচ, ট্রান্সপোর্ট সুপারভাইজার, এম জাকারিয়া তালুকদার জনি, আইটি বিশেষজ্ঞ, রুপন কুমার মল্লিক, খাকরব প্রমুখ। প্রোক্ত কোর্সের মাধ্যমে ডব্লিউ ডব্লিউ ডব্লিউ .নথি.গভ.বিডি ব্যবহার করে ই-ফালিং এর আওতায় আসা প্রতিষ্ঠান সমুহের সাথে ই-ফালিং কাযক্রম পরিচালনা করা যাবে। এভাবে সকল প্রতিষ্টানকে ই-ফাইলিং এর আওতায় আনা সম্ভব হলে মাননীয় প্রধানমন্ত্রীর “ই-সার্ভিস রোডম্যাপ-২০২১” বাস্তবায়ন করা সহজ হবে। প্রশিক্ষণ শেষে সকল প্রশিক্ষণার্থীকে সনদ প্রদান করা হয়।