ঢাকা (রাত ১:২৩) মঙ্গলবার, ২৮শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

মেঘনায় বাইক দুর্ঘটনায় সাংবাদিক ইব্রাহীম গুরুতর আহত

Journalist Ibrahim
সাংবাদিক মো. ইব্রাহীম খলিল মোল্লা

মোঃ কামরুজ্জামান মোঃ কামরুজ্জামান Clock মঙ্গলবার বেলা ১২:৩৩, ২৪ ডিসেম্বর, ২০২৪

কুমিল্লার মেঘনা উপজেলার দৈনিক ভোরের কাগজ, দৈনিক স্বদেশ প্রতিদিন ও আমাদের কুমিল্লা’র প্রতিনিধি মো. ইব্রাহীম খলিল মোল্লা বাইক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন। গত সোমবার (২৩ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার হরিপুর গ্রামে সংবাদ সংগ্রহের কাজে বের হলে এ দুর্ঘটনা ঘটে।

 

স্থানীয় সূত্রে জানা যায়, সাংবাদিক ইব্রাহীম খলিল মোল্লা একটি মোটরসাইকেল চালাচ্ছিলেন। তার সঙ্গে পিছনে আরেকজন আরোহী ছিলেন। হরিপুর গ্রামে একটি বাড়ির পাশ দিয়ে যাওয়ার সময় এক যুবতী হঠাৎ ঘর থেকে বেরিয়ে দৌড়ে রাস্তার ওপর চলে আসে। তাকে বাঁচাতে গিয়ে ইব্রাহীম খলিল হাইড্রোলিক ব্রেক চাপ দেন। এতে তার নিয়ন্ত্রণ হারিয়ে পাকা রাস্তায় পড়ে যান এবং গুরুতর আঘাত পান।

 

দুর্ঘটনায় ইব্রাহীম খলিলের বাম হাতের কনুই ছুটে যায় এবং বাম পায়ে স্বাভাবিক ব্যথা পায়। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে সোনারগাঁওয়ের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসার পর তাকে ঢাকার একটি হাসপাতালে পাঠানো হয়। পরবর্তীতে সাইনবোর্ডের আরেকটি বেসরকারি হাসপাতালে তার হাত যথাস্থানে বসিয়ে প্লাস্টার করে তাকে বাড়িতে পাঠিয়ে দেন।

 

চিকিৎসক জানিয়েছেন, এক সপ্তাহ পর তার হাতে একটি এক্স-রে করা হবে। এক্স-রে রিপোর্ট ভালো এলে তিনি বিপদমুক্ত থাকবেন। তবে রিপোর্টে কোনো জটিলতা ধরা পড়লে এমআরআই করিয়ে পরবর্তী চিকিৎসা নিতে হবে। আর বাম পা আপাতত বিপদমুক্ত।

 

সাংবাদিক ইব্রাহীম খলিলের এমন দুর্ঘটনায় সহকর্মীরা এবং এলাকাবাসী উদ্বেগ প্রকাশ করেছেন। তার দ্রুত সুস্থতার জন্য সবার কাছে দোয়া চাওয়া হয়েছে।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT