ভোলায় সড়ক দুর্ঘটনায় মাদ্রাসা শিক্ষক নিহত
কামরুজ্জামান শাহীন,ভোলা শুক্রবার রাত ০১:২৯, ৯ সেপ্টেম্বর, ২০২২
ভোলার দৌলতখানে মোটরসাইকেল-ট্রাক্টর মুখোমুখি সংঘর্ষে মাওলানা আবুল খায়ের (৪০) নামের এক মাদ্রাসা শিক্ষক নিহত হয়েছে।
বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার দলিল উদ্দিন খার বাজার সংলগ্ন এলাকার সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ঈমাম মাওলানা আবুল খায়ের বোরহানউদ্দিন উপজেলার বড় মানিকা ৪ নং ওয়ার্ডের উত্তর কোড়ালিয়া গ্রামের ফরাজী বাড়ির মৃত কারী সামছুল হকের ছেলে। সে মোসনের হাট মসজিদের ঈমাম ও বায়তুল ফালাহ মাদরাসার সহকারী শিক্ষক ছিলেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকাল ১০টার দিকে ঈমাম মাওলানা আবুল খায়ের বাড়ি থেকে মোটরসাইকেল চালিয়ে মাদরাসায় যাচ্ছিলেন। মোটরসাইকেলটি দৌলতখান উপজেলার দলিল উদ্দিন খাঁর বাজার সংলগ্ন এলাকায় পৌঁছালে; বিপরীত দিক থেকে দ্রুতগামি একটি ট্রাক্টরের সঙ্গে তার মোটরসাইকেলটি মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
দৌলতখান থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাকির হোসেন এ তথ্য নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় পুলিশ ট্রাক্টরটি জব্দ করেছেন। তবে চালক পালিয়ে যাওয়ায় তাকে আটক করা সম্ভব হয়নি।
নিহতের লাশ উদ্ধার করে সুরতহাল করা হচ্ছে। পরিবারে সদস্যরা আসলে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলে এ কর্মকর্তা জানান।