ঢাকা (বিকাল ৪:৫৭) মঙ্গলবার, ২১শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
শিরোনাম

ভোলার চরফ্যাশনে মোটরসাইকেল-নসিমন সংঘর্ষে দুই বন্ধু নিহত

কামরুজ্জামান শাহীন কামরুজ্জামান শাহীন Clock বুধবার সকাল ০৯:২৫, ১৩ নভেম্বর, ২০২৪

ভোলার চরফ্যাশনে বন্ধুর বাড়ি থেকে দাওয়াত খেয়ে নিজ বাড়িতে ফেরার পথে মোটরসাইকেল-নছিমন মুখোমুখি সংঘর্ষে দুই বন্ধু নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও এক বন্ধু।

গতকাল মঙ্গলবার (১২ নভেম্বর) বিকেলে ভোলার চরফ্যাশন উপজেলার পৌর ১ নং ওয়ার্ডের কাইমুদ্দিন মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ২ বন্ধুর মধ্যে একজনের বাড়ি ভোলার বোরহানউদ্দিন উপজেলার বড় মানিকা ইউনিয়নের কালীগঞ্জ গ্রামে। তার নাম মো. নেসার উদ্দিন। তিনি ওই গ্রামের মো. ইলিয়াস মিয়ার ছেলে এবং অপরজন চরফ্যাশন উপজেলার নীলকমল ইউনিয়নের মো. কামাল হোসেন মিয়ার ছেলে ইমান।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায় , মঙ্গলবার দুপুরের দিকে নিহত ইমনের বাড়ি নীল কমল এলাকায় বেড়াতে আসেন নেসার উদ্দিন ও মো. সিয়াম। বিকেলে তিন বন্ধু মিলে মোটরসাইকেল নিয়ে ঘুরতে বের হন। পরে মোটরসাইকেল চালিয়ে চরফ্যাশন পৌর এলাকার নতুন বাসস্ট্যান্ড সংলগ্ন ভোলা-চরফ্যাশন সড়কে এলে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী নসিমনের সঙ্গে তাদের সংঘর্ষ হয়। এতে তারা তিনজনই মোটরসাইকেল থেকে ছিটকে গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা তাদের গুরুতর অবস্থায় উদ্ধার করে চরফ্যাশন হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ইমনকে মৃত ঘোষণা করেন।

এছাড়া নেছার উদ্দিন ও সিয়ামের অবস্থা গুরুতর হওয়ায় তাদের উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। এরপর বরিশাল নেওয়ার পথে সন্ধ্যা পৌনে ৭টার দিকে নেছারের মৃত্যু হয় । আহত সিয়াম বরিশালে চিকিৎসাধীন রয়েছেন ।

চরফ্যাশন থানার অফিসার ইন চার্জ (ওসি) মো. মিজানুর রহমান বলেন, যতটুকু জানতে পেরেছি, তাতে বুঝলাম মোটরসাইকেলটির গতি ছিল অনিয়ন্ত্রিত। যাঁর কারনে তারা বাইকটিকে কন্ট্রোল করতে পারেনি। এটি একটি মর্মান্তিক দুর্ঘটনা। পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুমড়ে-মুচড়ে যাওয়া মোটরসাইকেল ও নছিমন জব্দ করেছে।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT