ঢাকা (রাত ২:৫৭) মঙ্গলবার, ২১শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
শিরোনাম

ভোলায় আগ্নেয়াস্ত্রসহ ইউপি চেয়ারম্যান ও ছেলে গ্রেপ্তার

কামরুজ্জামান শাহীন কামরুজ্জামান শাহীন Clock শুক্রবার রাত ০৮:১৪, ২০ সেপ্টেম্বর, ২০২৪

ভোলায় আগ্নেয়াস্ত্রসহ দৌলতখান উপজেলার মদনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান একেএম নাছির উদ্দিন নান্নু (৬০) ও তার ছেলে মো. আরিফ (৩২) কে আটক করেছে যৌথবাহিনী। এসময় তাদের কাছ থেকে ২টি আগ্নেয়াস্ত্র ও ১০ টি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

আজ শুক্রবার (২০ সেপ্টেম্বর) সকালের দিকে ভোলা সদরের আবহাওয়া অফিস রোড এলাকার মিয়াজী বাড়িতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

কোস্টগার্ড দক্ষিণ জোনের স্টাফ অফিসার অপারেশন লে. সাব্বির আহমেদ জানান, একেএম নাছির উদ্দিন নান্নুর নেতৃত্বে মদনপুর ইউনিয়নে চাঁদাবাজি, জমি দখলসহ বিভিন্ন অপকর্ম পরিচালিত হয়ে আসছিল। এ বিষয়ে ভুক্তভোগীরা কোস্টগার্ডকে জানালে নান্নু বাহিনী তাদের প্রাণনাশের হুমকি দেয়।

গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার গভীর রাত আড়াইটা থেকে সকাল ৬টা পর্যন্ত ভোলা পৌর এলাকার আবহাওয়া অফিস রোডের মিয়াজী বাড়িতে যৌথ অভিযান চালানোর হয়। এসময় ২ টি আগ্নেয়াস্ত্র ও ১০টি দেশীয় অস্ত্রসহ নাছির উদ্দিন নান্নু ও তার ছেলে মো. আরিফ কে আটক করা হয়।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT