ঢাকা (বিকাল ৫:১৭) রবিবার, ১৯শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
শিরোনাম

ভোলায় বিএনপি’র অফিসে ছাত্রলীগের হামলা-ভাঙচুর

কামরুজ্জামান শাহীন,ভোলা কামরুজ্জামান শাহীন,ভোলা Clock মঙ্গলবার ১২:১৯, ২৩ আগস্ট, ২০২২

ভোলার দৌলতখানে উপজেলা বিএনপি’র কার্যালয়ে; হামলা চালিয়ে ও ভাঙচুর করেছে ছাত্রলীগের নেতাকর্মীরা।

সোমবার (২২ আগস্ট) সকাল ১০টার দিকে এ হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে।

দলীয় সূত্রে জানা যায়, সোমবার সকালে উপজেলা বিএনপি’র কার্যালয়ের ভেতরে একটি আলোচনা সভা চলছিল। এসময় ছাত্রলীগের নেতাকর্মীর সংঘবদ্ধ হয়ে বিএনপি’র কার্যালয়ের ভেতরে ঢুকে অতর্কিত হামলা চালিয়ে; চেয়ার টেবিল ও অন্যান্য আসবাবপত্র ভাঙচুর করে। এসময় বিএনপি নেতাকর্মীর দ্রুত কার্যালয় ত্যাগ করেন।

উপজেলা বিএনপির নেতা মাহাবুদ মোর্শেদ কুট্টি জানান, সকালে দলীয় কার্যালয়ে একটি সভা চলাকালে; পৌর ছাত্রলীগের নেতাকর্মীরা আকস্মিক ভেতরে ঢুকে হামলা চালায় এবং আসবাবপত্র ভাঙচুর করে।

এ বিষয়ে উপজেলা ছাত্রলীগের সভাপতির সাথে যোগাযোগের চেষ্টা করেও সম্ভব হয়নি।

দৌলতখান থানা ওসি মো. বজলার রহমান বলেন, বিএনপি কার্যালয়ে ভাঙচুরের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত করা হবে।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT