ঢাকা (দুপুর ১:৪০) সোমবার, ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

Join Bangladesh Navy


পিক-আপ ভ্যানের চাকায় পিষ্ঠ হয়ে পীরগাছা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকের মৃত্যু

মোঃ কামরুজ্জামান মোঃ কামরুজ্জামান Clock সোমবার সন্ধ্যা ০৭:২৭, ৬ জুলাই, ২০২০

একরামুল ইসলাম, পীরগাছা (রংপুর) প্রতিনিধি: রংপুরের পীরগাছায় পিক-আপ ভ্যানের চাকায় পিষ্ঠ হয়ে পীরগাছা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এক সহকারী শিক্ষকের করুণ মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে আজ সোমবার (৬ জুলাই) দুপুরে উপজেলা সদরের শাপলা চত্তর কলেজ গেটের সামনে। প্রত্যক্ষদর্শি ও থানা সূত্রে জানা যায়, উপজেলা সদরের অনন্তরাম (রাজবাড়ি) গ্রামের মৃত রমেশ চন্দ্র রায়ের ছেলে সহকারী শিক্ষক সানু চন্দ্র রায় (৪২) মোটরসাইকেল যোগে রংপুর শহর থেকে বাসায় ফিরছিলেন। তিনি শাপলা চত্তর কলেজ গেটের সামনে পৌছুলে একটি ব্যাটারী চালিত ভ্যানের সাথে দূর্ঘটনার শিকার হয়ে রাস্তার উপর পড়ে যান। এসময় পিছন দিক থেকে দ্রুত গতিতে আসা একটি পিকআপ তার মাথায় চাপা দিয়ে পালিয়ে যায়। পরে তাকে গুরুতর জখমী অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া পথে তিনি মৃত্যু বরণ করেন। তিনি দুই কন্যা সন্তানের জনক বলে জানা যায়। এর আগে তিনি উপজেলার বিরবিরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন। পীরগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হচ্ছে।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT