জামায়াতের উদ্যোগে দাউদকান্দিতে বিনামূল্যে চিকিৎসা সেবা

স্টাফ রিপোর্টার
শনিবার সকাল ০৮:৫৪, ২১ জুন, ২০২৫
কুমিল্লার দাউদকান্দিতে ডেঙ্গু রোগীর সংখ্যা অস্বাভাবিক হারে বৃদ্ধি পাওয়ায় ও পৌরসভার ৪ ও ৫ নং ওয়ার্ডকে ডেঙ্গুর হটস্পট ঘোষণা করায় ডেঙ্গু প্রতিরোধে নানান উদ্যোগের পাশাপাশি বিনামূল্যে চিকিৎসা সেবা, ডেঙ্গু পরিক্ষা ও ওষুধ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়৷
শুক্রবার(২০ জুন) বিকাল ৩টা থেকে শুরু হয়ে সন্ধ্যা পর্যন্ত বাংলাদেশ জামায়াতে ইসলামী দাউদকান্দি পৌর শাখার উদ্যোগে শহীদ রিফাত শিশু পার্কে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ডেঙ্গু পরিক্ষা এবং ওষুধ বিতরণ অনুষ্ঠিত হয়৷
এতে দাউদকান্দি পৌরসভার বিভিন্ন ওয়ার্ড থেকে আগত প্রায় ৪ শত রোগীদের মধ্যে বিনামূল্যে চিকিৎসা ও ডেঙ্গু পরিক্ষা করান৷ এসময় চিকিৎসার পাশাপাশি রোগীদেরকে ফ্রিতে ঔষধ দেওয়া হয়৷ বিশেষজ্ঞ ডাক্তার দ্বারা এ কার্যক্রম পরিচালিত হয়৷
বাংলাদেশ জামায়াত ইসলামী দাউদকান্দি পৌরসভার আমীর মাওলানা আবুল কাসেম প্রধানীয়ার পরিচালনায় পৌর যুব বিভাগের সভাপতি রেজাউল হক সরকারের সার্বিক তত্ত্বাবধানে এ কর্মসূচিতে দায়িত্বে ছিলেন পৌরসভার জামায়াতের যুব বিভাগের সাধারণ সম্পাদক তৌফিকুল ইসলাম রুবেল৷