ঢাকা (রাত ৩:০১) বৃহস্পতিবার, ২৩শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
শিরোনাম

পারিবারিক দ্বন্দ্বের জেরে সরকারি কর্মকর্তা সুমনকে হত্যা, গ্রেফতার ৪

হোসাইন মোহাম্মদ দিদার হোসাইন মোহাম্মদ দিদার Clock শুক্রবার রাত ০৮:২২, ২৩ আগস্ট, ২০২৪

পারিবারিক দ্বন্দ্বের জেরে নিজের ভাতিজি-ভাতিজারা আপন চাচাকে খুন করার অভিযোগ ওঠেছে। ঘটনাটি ঘটেছে দাউদকান্দি উপজেলার বারপাড়া ইউনিয়নের দশপাড়া গ্রামে।

 

বৃহস্পতিবার ( ২২ আগষ্ট) বিকালে নিজ বাড়িতে ভাতিজা-ভাতিজিরা মিলে সুমন মিয়া (৪২) নামের এক সরকারি চাকরিজীবীকে হত্যা করেছে বলে জানান নিহতদের পরিবারের বরাত দিয়ে এক প্রতিবেশী যুবক জানান।

 

নিহতের ভাই মিজান জানান, আমার ভাই সুমন মিয়া নারায়ণগঞ্জ পানি উন্নয়ন বোর্ড (পাউবি)তে চাকরি করেন। আজ বৃহস্পতিবার বিকালে বাড়িতে আসেন তিনি। বাড়িতে এসে দেখতে পান তার বাড়ির উঠোনে গাছ লাগাতে দেখেন আমার চাচিকে । এ নিয়ে উভয়ের মধ্যে ঝগড়া বিবাদ সৃষ্টি হলে এক পর্যায়ে আমার ভাইকে আলি মিয়াসহ তার পরিবারের সদস্যরা মিলে এলোপাতাড়ি কিল-ঘুষি দিতে থাকেন। এতে লুটিয়ে পড়েন আমার ভাই । আমরা তাকে উদ্ধার করে গৌরীপুর উপজেলা স্বাস্থ্যে কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

 

এবিষয়ে দাউদকান্দি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোজাম্মেল হক পিপিএম জানান, ” এ বিষয়ে নিহতদের স্বজন বাদী হয়ে দাউদকান্দি মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেছে। এতে ৪ জন এজহারনামীয় আসামি গ্রেফতার করা হয়েছে। “




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT