ঢাকা (রাত ৪:৫২) শুক্রবার, ২০শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
শিরোনাম

Join Bangladesh Navy


নড়াইলে এক ব্যক্তির লাশ উদ্ধার

ইকবাল হাসান,নড়াইল ইকবাল হাসান,নড়াইল Clock সোমবার সন্ধ্যা ০৭:২৮, ১২ সেপ্টেম্বর, ২০২২

নড়াইলের লোহাগড়া উপজেলার পাঁচুড়িয়া বিল থেকে; এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে লোহাগড়া থানা পুলিশ। উদ্ধার হওয়া ব্যক্তির নাম আলমগীর হোসেন (৪৫)। তিনি কোটাকোল গ্রামের মৃত আলী মিয়ার ছেলে।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, গত শনিবার (১০ সেপ্টেম্বর) সকালে আলমগীর হোসেন বাড়ী থেকে বের হয়ে আর ফিরে আসেনি। আত্বীয়-স্বজনরা বিভিন্ন স্থানে খোঁজ-খবর নিয়েও আলমগীরের কোন সন্ধান পায়নি।

সোমবার (১২ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে ওই এলাকার মানুষজন বিলে শাপলা তুলতে গেলে; ভাসমান অবস্থায় লাশ ভাসতে দেখে লোহাগড়া থানা পুলিশকে খবর দেয়। এ সময় নিহতের স্বজনরা ঘটনাস্থলে এসে আলমগীরের লাশ শনাক্ত করে। পরবর্তীতে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে তার লাশ উদ্ধার করে ময়না-তদন্তের জন্য নড়াইল সদর হাসপাতালের মর্গে প্রেরণ করে।

লোহাগড়া থানার ওসি নাসির উদ্দীন বলেন, লাশটির চোখ দু’টি পচে গেছে। কানের কিছু অংশসহ শরীরের অন্য স্থানেও পচন ধরেছে। এছাড়া শরীরে আঘাতের তেমন চিহৃ দেখা যায়নি। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT