নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে নাগরপুরে বিএনপির বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত
মো:শাকিল হোসেন শওকত,নাগরপুর,টাঙ্গাইল শনিবার সন্ধ্যা ০৭:০৭, ২৭ আগস্ট, ২০২২
টাঙ্গাইলের নাগরপুর উপজেলায় জ্বালানী তৈল, পরিবহন ভাড়াসহ, বিভিন্ন দ্রব্য মুল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে এক বিক্ষোভ সমাবেশ করেছে নাগরপুর উপজেলা বিএনপি।
এ সময় ভোলা জেলা ছাত্রদলের সভাপতি নুরে আলম হত্যা, স্বেচ্ছাসেবক দলের নেতা আব্দুর রহিম হত্যা ও বেগম খালেদা জিয়ার মুক্তির দাবির বিষয়টিও বিক্ষোভ মিছিলে উঠে আসে।
২৭শে আগস্ট শনিবার নাগরপুর উপজেলা বিএনপির আয়োজনে উপজেলা বিএনপির আহবায়ক বীর মুক্তিযোদ্ধা এম এ ছালামের সভাপতিত্বে ও সদস্য সচিব মো. হাবিবুর রহমান হবি এর সঞ্চালনায়; বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-টাঙ্গাইল জেলা বিএনপির সিনিয়র সদস্য আলহাজ্ব আলী ইমাম তপন, যুগ্ম আহবায়ক কাজী শরিফুর রহমান লিটন, আতাউর রহমান জিন্নাহ, নাগরপুর উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক রবিউল আউয়াল লাভলু, খন্দকার ওয়াহিদ মুরাদ প্রমুখ।
এছাড়াও উপজেলা বিএনপি সহ বিভিন্ন ইউনিয়ন থেকে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা এ বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন।
হাজারো নেতাকর্মীদের নিয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে; সংক্ষিপ্ত এক সমাবেশের আয়োজন করে দলের নেতা-কর্মীরা।