ঢাকা (রাত ৩:২৬) শুক্রবার, ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

নিউইয়র্কে ছিনতাইকারীর ধাক্কায় রেলের চাকায় পিষ্ট হয়ে বাংলাদেশি শিক্ষার্থীর মৃত্যু

নিজস্ব প্রতিনিধি নিজস্ব প্রতিনিধি Clock শনিবার দুপুর ০১:২৮, ১৪ মে, ২০২২

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে সাবওয়ে রেলের চাকায় পিষ্ট হয়ে জিনাত হোসেন (২৪) নামে এক বাংলাদেশি শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

নিউইয়র্কের বাংলা সংবাদপত্র ঠিকানার প্রতিবেদনে বলা হয়েছে, গত ১১ মে স্থানীয় সময় রাত ৯টায় ছিনতাইকারীরা তাকে নিউইয়র্কে সাবওয়ে রেলের নিচে ধাক্কা দিয়ে ফেলে দেয়। জিনাত হোসেন ব্রুকলিনের হান্টার কলেজের শিক্ষার্থী ছিলেন।

নিউইয়র্কে বাংলাদেশি কমিউনিটির লোকজন সামাজিক যোগাযোগমাধ্যমে প্রবাসী বাংলাদেশিদের ট্রেনে ভ্রমণের সময় আরও সতর্ক থাকার জন্য সতর্ক করছেন।

পত্রিকাটি জানিয়েছে, নিউইয়র্ক পুলিশ এখনো ছিনতাইকারীদের পরিচয় নিশ্চিত হতে পারেনি। জিনাত ‘হেট ক্রাইমের’ শিকার কিনা তাও নিশ্চিত হওয়া যায়নি। পুলিশ মনে করছে, ছিনতাইকারীরা জিনাতের ব্যাগ ছিনিয়ে নেওয়ার চেষ্টা করছিল। এক পর্যায়ে তারা তাকে সাবওয়ে রেল ট্র্যাকের নিচে ফেলে দেন।

নিউইয়র্কের বৃহত্তর কুমিল্লা অ্যাসোসিয়েশনের সভাপতি ও জিনাতের মামার ড. এনামুল হক এবং জানান, জিনাত কুমিল্লার দাউদকান্দির বাসিন্দা। তিনি বাবা-মা আমির হোসেন ও জেসমিন হীরার সঙ্গে নিউইয়র্কে যান। তারা ব্রুকলির এভিনিউ ৮-এ থাকতেন।

ড. এনামুল বলেন, জিনাতকে কীভাবে হত্যা করা হয়েছে সে বিষয়ে তারা এখনও বিস্তারিত জানতে পারেননি।

নিউইয়র্ক পুলিশ বাংলাদেশি কমিউনিটিকে জানিয়েছে, তারা বিষয়টি তদন্ত করছে। তদন্ত শেষে জিনাতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।




শেয়ার করুন

GloboTroop Icon
পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT