ঢাকা (বিকাল ৪:৩৪) সোমবার, ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
শিরোনাম

Join Bangladesh Navy


নওগাঁয় যুব সমাজের উদ্যোগে তাল বীজ রোপন

নওগাঁ জেলা ২১১৮০ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি নিজস্ব প্রতিনিধি Clock বুধবার ১২:০৩, ১৮ সেপ্টেম্বর, ২০১৯

এম এ ইউসুফ, নওগাঁ জেলাঃ নওগাঁ, বদলগাছি উপজেলায় কোলা বাজারের মোঃ ছলিম উদ্দিন তরফদার, এম.পি-নওগাঁ-৩ এর পরামর্শ অনুযায়ী কোলা বাজারের যুব সমাজের মোঃ এমদাদুল, আনোয়ার, শামিম, ডিকেন, সুইট ও মিজানুর এর উদ্যোগে রাস্তার পার্শ্বে পুকুরিয়া মধ্যপাড়া থেকে কার্তিকা উচ্চ বিদ্যালয় মাঠ পর্যন্ত (পাঁচ কিঃমিঃ), পুকুরিয়া মধ্য ঈদগাহ মাঠ হইতে কাশিমালা পর্যন্ত (পাঁচ কিঃমিঃ), ঝাপরিতলা হইতে কাশ্মির পর্যন্ত (তিন কিঃমি), কেরানীর মোড় হইতে ইমদাদুলের বাড়ি (দুই কিঃমি), চান্দুর মোড় হইতে মঠ পর্যন্ত (তিন কিঃমিঃ), চকরবর্তি পুকুর হইতে ঝাপরিতলা পর্যন্ত (তিন কিঃমিঃ) প্রায় লক্ষাধিক তাল বীজ রোপন উদ্ভোধন করেন গতকাল ১৬ই সেপ্টেম্বর সোমবার বেলা ১১.০০ টায় কোলা ইউপি চেয়ারম্যান মোঃ শাহিনুর ইসলাম স্বপন। এসময় উপস্থিত ছিলেন কোলা ইউপি আওয়ামীলীগ সভাপতি মোঃ ফজলুর রহমান, সাধারন সম্পাদক মোঃ আবু বক্কর সিদ্দিক, ০৮ নং ওয়ার্ড সভাপতি লিখন মাষ্টার, বদলগাছি উপজেলা পরিষদের নির্বাচিত সদস্য এবং আদায়পুর ইউপি সদস্য মোছাঃ ছাবিনা ইয়াছমিন নিলু, কোলা ইউপি সদস্যবৃন্দসহ আরোও অনেকে।



শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT