ঢাকা (সকাল ৬:৪৯) সোমবার, ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

Join Bangladesh Navy


দুর্গতিনাশিনী’র মোড়ক উন্মোচন

হিন্দু ধর্ম ২১০৬৩ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি নিজস্ব প্রতিনিধি Clock মঙ্গলবার ১২:৪১, ৮ অক্টোবর, ২০১৯

মোঃ ইবাদুর রহমান জাকির, বড়লেখা: মৌলভীবাজারের বড়লেখায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রকাশিত ‘দুর্গতিনাশিনী’র মোড়ক উন্মোচন করা হয়েছে। গতকাল রাতে মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার তালিমপুর ইউনিয়নের হাকালুকির বাংলাবাজার পূজা মণ্ডপে এক প্রকাশনা অনুষ্ঠানের আয়োজন করে দুর্গতিনাশিনী প্রকাশনা পরিষদ।

পরিষদের উপদেষ্টা অবসরপ্রাপ্ত শিক্ষক অনুকুল চন্দ্র দাসের সভাপতিত্বে ও পরিষদের সভাপতি রিপন দাস এবং সহ সম্পাদক ইন্দ্রজিত দাসের সঞ্চালনায় প্রকাশনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালিমপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান বিদ্যুৎ কান্তি দাস।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পরিষদের উপদেষ্টা শিক্ষক গীতেশ চন্দ্র দাস, উপদেষ্টা অখিল চন্দ্র দাস, বিকাশ চন্দ্র দাস, পরিষদের সাবেক সভাপতি সুবিনয় দাস, বর্তমান কমিটির সম্পাদক রিংকু লাল দাস, সহ সম্পাদক সিপু লাল দাস প্রমুখ।

স্বাগত বক্তব্য রাখেন সাজসজ্জা সম্পাদক শিবশংকর দাস।

উল্লেখ্য, ব্যতিক্রমী আঙ্গিকে দুর্গতিনাশিনী প্রকাশনা পরিষদের ১৩তম সংখ্যাটি প্রকাশ করেছে মাছরাঙা প্রকাশন।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT