গৌরীপুরে মন্দির কমিটির নবগঠিত সেবায়েত কমিটির অভিষেক
ওবায়দুর রহমান শনিবার বিকেল ০৪:৫৭, ১৯ অক্টোবর, ২০২৪
ময়মনসিংহের গৌরীপুরে শ্রী শ্রী শ্রী রাজ রাজেশ্বরী মহাদেবী বোকাইনগর কালীবাড়ী মন্দিরের নবগঠিত সেবায়েত কমিটির অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৯ অক্টোবর) দুপুরে উপজেলার পৌর শহরের পুরোহিতপাড়ার গোবিন্দবাড়ীতে অবস্থিত মন্দির প্রাঙ্গণে এই অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অভিষেক অনুষ্ঠানে সেবায়েত কমিটির সভাপতি বিপ্লব কুমার সরকার তপনের সভাপতিত্বে স্বাগত বক্তব্য ও পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেন সাধারণ সম্পাদক সমীরণ দেবনাথ।
রামকৃষ্ণ মজুমদারের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপদেষ্টা সুপ্রীয় ধর বাচ্চু, সলিল কুমার দাস, কমল সরকার, অমলেন্দু মজুমদার, নিখিল চন্দ্র সরকার, সলিল কুমার দাস, নারায়ণ সরকার, সুজিত কুমার দাস, অমল চন্দ্র দাস, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি রতন সরকার, উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রীষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক বিপ্লব কুমার মন্ডল।
এর আগে ১৯ সেপ্টেম্বর সাধারণ সভার মধ্য দিয়ে ২৫ জন উপদেষ্টা সদস্য ও ৮০ জন সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ সেবায়েত কমিটি গঠন করা হয়।
১০৫ সদস্যবিশিষ্ঠ কমিটিতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন বিপ্লব কুমার সরকার, সহ-সভাপতি লিটন ভৌমিক, সুজিত দে, বিপ্লব কুমার সেন, উজ্জ্বল সরকার, সাধারণ সম্পাদক সমীরণ দেবনাথ, যুগ্ম সাধারণ সম্পাদক শ্রীকান্ত দাস, সুদীপ্ত দাস দোয়েল, কোষাধ্যক্ষ পীযুষ কান্তি রায় গণেশ।
শ্রী শ্রী শ্রী রাজ রাজেশ্বরী মহাদেবী বোকাইনগর কালীবাড়ী মন্দিরের সেবায়েত কমিটির সাধারণ সম্পাদক জানান, মন্দিরটি বেশ পুরোনো। মন্দিরটি ১৭৮৫ সালে বোকাইনগরের কালীবাড়ীতে স্থাপিত হলেও প্রতিষ্ঠাতার নাম জানা যায়নি। পরবর্তীতে দেশ স্বাধীন হলে ১৯৭২ সালে তৎকালীন এমসিএ হাতেম আলী মিয়া, গৌরীপুর এস্টেটের ওভারসিয়ার অমল ধরের সহযোগিতায় স্থানীয় ননী গোপাল দত্ত এবং রেখন চক্রবর্তীর উদ্যোগে মন্দিরটি পুরোহিতপাড়ার গোবিন্দবাড়ীতে পুণঃপ্রতিষ্ঠা করা হয়।
মন্দির কমিটির সভাপতি বিপ্লব কুমার সরকার তপন মন্দিরটি সুন্দর ও সুষ্ঠুভাবে পরিচালনার জন্য সকলের সার্বিক সহযোগিতা প্রত্যাশা করেন।