দাউদকান্দিতে নির্বাচনকে ঘিরে অবৈধ অস্ত্র উদ্ধারে তৎপর আইনশৃঙ্খলাবাহিনী
হোসাইন মোহাম্মদ দিদার
বৃহস্পতিবার দুপুর ০২:০৮, ১৮ ডিসেম্বর, ২০২৫
আসন্ন জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে দাউদকান্দি উপজেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অবৈধ অস্ত্র উদ্ধারে তৎপরতা জোরদার করেছে পুলিশ। বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন এলাকায় অবৈধ আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্র উদ্ধারে কাজ করছে থানা পুলিশ।
দাউদকান্দি মডেল থানা সূত্র জানায়, নির্বাচনকে সামনে রেখে কোনো ধরনের সহিংসতা বা নাশকতা রোধে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। সন্দেহভাজন এলাকা চিহ্নিত করে তল্লাশি কার্যক্রম জোরদার করা হয়েছে।
এ বিষয়ে দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম আব্দুল হালিম বলেন,
“নির্বাচন শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। অবৈধ অস্ত্র, সন্ত্রাসী কার্যকলাপ ও যেকোনো ধরনের বিশৃঙ্খলা রোধে নিয়মিত অভিযান চলছে। থানার অস্ত্রসহ দাগি ও চিহ্নিত অস্ত্রধারীদের বিষয়ে আমরা অভিযান পরিচালনা করব।
কোনো অপরাধীকে ছাড় দেওয়া হবে না।”
তিনি আরও জানান, সাধারণ জনগণকে আতঙ্কিত না হয়ে পুলিশকে সহযোগিতা করার আহ্বান জানানো হচ্ছে। সন্দেহজনক কোনো তথ্য থাকলে নিকটস্থ থানায় অবহিত করার অনুরোধ করেন তিনি। এছাড়া অপরধীদের বিষয়ে গোয়েন্দা তথ্যউপাত্ত আমরা আমলে নিয়ে মাঠে কাজ করছি।
পুলিশের এই তৎপরতায় এলাকায় স্বস্তি ফিরে এসেছে বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। তারা আশা প্রকাশ করেন, নির্বাচনের পুরো সময়জুড়ে এমন কঠোর নজরদারি বজায় থাকলে ভোটগ্রহণ হবে শান্তিপূর্ণ ও উৎসবমুখর।


