দাউদকান্দিতে কার্যক্রম নিষিদ্ধ আ’লীগ ও শ্রমিকলীগে দুই নেতা গ্রেপ্তার
হোসাইন মোহাম্মদ দিদার
বৃহস্পতিবার রাত ১১:৪৪, ১ জানুয়ারী, ২০২৬
কুমিল্লার দাউদকান্দিতে বৈষম্যবিরোধী মামলায় কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও শ্রমিক লীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে দাউদকান্দি মডেল থানা পুলিশ।
বৃহস্পতিবার (১ জানুয়ারি)দুপুরে গ্রেপ্তারকৃত বৈষম্যবিরোধী মামলায় দুই আসামী সুলতান পাঠান ও মো. শামিম হোসেনকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
পুলিশ জানায়,বুধবার (৩১ ডিসেম্বর)গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার পদুয়া ইউনিয়ন আওয়ামী লীগের ৫নং ওয়ার্ড সাধারণ সম্পাদক সুলতান পাঠান ও মো. শামিম হোসেন
হোমনা উপজেলা শ্রমিক লীগের সাংগঠনিক সম্পাদককে গ্রেপ্তার করে পুলিশ।
গ্রেপ্তারকৃত—সুলতান পাঠান মৃত আব্দুর রহমান পাঠানের ছেলে৷সে দাউদকান্দি উপজেলার পদুয়া ইউনিয়নের ৫নং ওয়ার্ডের বাসিন্দা ও মোঃ শামিম হোসেন মৃত মোঃ মিজানুর রহমানের ছেলে৷ সে হোমনা উপজেলার গাগুটিয়ার শরিফপুর গ্রামের বাসিন্দা৷
দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) এম আব্দুল হালিম জানান, গ্রেপ্তারকৃত দু’জনই বৈষম্যবিরোধী মামলার কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের পদধারী সদস্য হিসেবে অভিযুক্ত। গ্রেপ্তারের পর তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।


