ঢাকা (দুপুর ২:৫৩) রবিবার, ৭ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
শিরোনাম

তিতাসে যৌথ অভিযানে অবৈধ আগ্নেয়াস্ত্রসহ ৩ সন্ত্রাসী আটক

স্টাফ রিপোর্টার স্টাফ রিপোর্টার Clock রবিবার সকাল ০৮:৫২, ৭ ডিসেম্বর, ২০২৫

কুমিল্লার তিতাস উপজেলায় ৩ ইবি দাউদকান্দি আর্মি ক্যাম্প ও তিতাস থানার যৌথ অভিযানে অবৈধ আগ্নেয়াস্ত্রসহ তিন সন্ত্রাসীকে আটক করা হয়েছে। শুক্রবার (০৭ ডিসেম্বর ২০২৫) ভোর রাত ৩টা ৩০ মিনিটের দিকে সাহাপুর গ্রামে বিশেষ অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পরে আটককৃতদের তিতাস থানায় হস্তান্তর করা হয়েছে।

আটককৃতরা হলো ডিতাা উপজেলার শাহপুর গ্রামের মন্নাফ মিয়ার ছেলে মো. আলাউদ্দিন (৩৪), একই গ্রামের আনু মিয়ার ছেলে মো.রবি (২৭) এবং একই গ্রামের কাদির মিয়ার ছেলে মো. ইকবাল(৩০)।

পুলিশ জানায়, আটকৃত দের থেকে পিস্তল ১টি, ম্যাগাজিন ১টি, এমোনেশন ৩ রাউন্ড, ইয়াবা সেবন ও বিক্রয়ের আনুষঙ্গিক সরঞ্জাম, চাপাতি ১টি উদ্ধার করা হয়েছে।

এ ঘটনায় তিতাস থানায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

আইনশৃঙ্খলা বাহিনী জানায়, এলাকায় অপরাধ দমনে এমন অভিযান অব্যাহত থাকবে।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShasTech-IT