বিএনপি ক্ষমতায় আসলে মেধাবীদের অগ্রাধিকার দেওয়া হবে : ড.মারুফ হোসেন

হোসাইন মোহাম্মদ দিদার
সোমবার দুপুর ০২:৪০, ৭ এপ্রিল, ২০২৫
জাতীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য ড. খন্দকার মারুফ হোসেন বলেছেন, বিএনপি ক্ষমতায় আসলে মেধাবীদের অগ্রাধিকার দেওয়া হবে। মেধাসম্পন্ন জাতি দ্রুত উন্নতি লাভ করে। বিশ্বের বিভিন্ন দেশ যত দ্রুত উন্নতি লাভ করেছেন সেসব জাতি শিক্ষাকে মূল সিড়ি হিসেবে নিয়েছেন। আমাদের দেশের মেধাসম্পন্ন শিকার্থীরা দেশ- বিদেশে নিজেদের ভাগ্যেন্নয়নের পাশাপাশি দেশের অর্থনৈতিক ভিত্তি মজবুত করতে বলিষ্ঠ ভূমিকা রাখছেন।
সোমবার(৭ এপ্রিল) দুপুরে তিতাস উপজেলার মাছিমপুর রামগতি রামনিধি ইনস্টিটিউশনের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও মিলাদ এবং দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য এই নেতা।
তিনি আর বলেন, বিএনপির শাসনামলে শিক্ষার মানোন্নয়নে আমরা কাজ করেছি। নকল মুক্ত পরিবেশ আমরা তৈরি করেছি। বিএনপি ছিল শিক্ষাবান্ধব সরকার। দেশের উন্নয়নে দেশে কর্মসংস্থান সৃষ্টি করার লক্ষ্যে বিএনপির সরকার বিগত দিনে কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের ওপর দক্ষ জনশক্তি গঠনে বেশ নজর দিয়েছিল।
ড. খন্দকার মারুফ বলেন, আমরা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়ন করার জন্য কাজ করছি। এই ৩১ দফায় জনগণের কল্যাণ আছে। বিএনপি সরকার গঠন করলে শিক্ষাবিস্তার লাভে ও দক্ষ জনশক্তি, শিক্ষিত মেধাসম্পন্ন জাতি গঠনে কাজ করবো ইনশাল্লাহ। আগামীতে তিতাস, দাউদকান্দি, হোমনা এবং মেঘনার বেকারত্ব দূরীকরণে আমরা কাজ করব।
তিনি বলেন, আওয়ামী ফ্যাসিষ্ট সরকার শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিয়ে গেছে। সকল সরকারি নিয়োগ দলীয়করণ করে মেধাবীদের বঞ্চিত করেছে। তারা পদেপদে বৈষম্য তৈরি করেছে। আমরা( বিএনপি) যদি আগামীতে সরকার গঠন করি, বিএনপির সরকার হবে বৈষম্যমুক্ত সরকার। কোনো সরকারি নিয়োগে ঢালাওভাবে দলীয়করণ থাকবে না। প্রকৃত মেধাবীরা দেশের বিভিন্ন দপ্তরে মেধাভিত্তিক নিয়োগ পাবে।
বিদ্যালয়ের সভাপতি ও উপজেলা বিএনপির আহ্বায়ক ওসমান গনির সভাপতিত্বে এছাড়া এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য ছিলেন তিতাস উপজেলার সদস্য সচিব মেহেদী হাসান সেলিম ভূঁইয়া, সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাজী আলী হোসেন মোল্লা, মাহবুব আলম সরকার, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহফুজুর রহমান চৌধুরী প্রমূখ।