তিতাসে অবৈধ গ্যাস সংযোগে অভিযান, ৩০ হাজার টাকা জরিমানা
হোসাইন মোহাম্মদ দিদার
মঙ্গলবার সন্ধ্যা ০৭:৫১, ২৮ অক্টোবর, ২০২৫
কুমিল্লার তিতাসে বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (বিজিডিসিএল) এর গ্যাস বিতরণ এলাকায় অবৈধ সংযোগবিরোধী মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়েছে। জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের নির্বাহী ম্যাজিস্ট্রেট মনিজা খাতুন এর নেতৃত্বে মঙ্গলবার (২৮ অক্টোবর) তিতাসের বড় গাজীপুর ও কড়িকান্দি এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
অভিযানে ১৬টি অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ৮০০ ফুট পাইপলাইন অপসারণ ও ৪ জনের কাছ থেকে ৩০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
অভিযানে উপস্থিত ছিলেন বিজিডিসিএল-এর ডিজিএম (ভিজিল্যান্স) প্রকৌশলী আবু মো. জাহাঙ্গীর বাদশা,
উক্ত মোবাইল কোর্ট অভিযান পরিচালনাকালে উপস্থিত ছিলেন বিজিডিসিএল এর ডিজিএম ভিজিল্যান্স জনাব প্রকৌশলী আবু মো: জাহাঙ্গীর বাদশা। এছাড়াও আরও উপস্থিত ছিলেন, প্রকৌশলী অম্লান কুমার দত্ত, ব্যবস্থাপক, বিক্রয় গৌরীপুর, মো: সেলিম, ব্যবস্থাপক ভিজিল্যান্স, মধুতোষ মধু, উপ-ব্যবস্থাপক, ইএস উপজেলা, আব্দুর রউফ, উপ-ব্যবস্থাপক, সেইফটি এন্ড সিকিউরিটিসহ ভিজিল্যান্স ডিপার্টমেন্ট এর সহ-প্রকৌশলী শাহ মোহাম্মদ সাজ্জাদ ও মো: মোস্তাফিজুর রহমান, বিক্রয় শাখা, গৌরীপুর এর সহ-প্রকৌশলী মো: আছিফুর রহমান, ইঞ্জিনিয়ারিং সার্ভিস ডিপার্টমেন্ট এর সহকারী প্রকৌশলী নাজিম উদ্দিন ও বিক্রয় শাখা, গৌরীপুর এর উপ-সহকারী প্রকৌশলী মিজানুর রহমান সহ আরও অনেকে। সংশ্লিষ্ট কর্মকর্তারা।
বিজিডিসিএল জানায়, অবৈধ গ্যাস সংযোগের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।


