ঢাকা (সকাল ৭:৫৭) শুক্রবার, ৩রা জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

Join Bangladesh Navy


ডা.অসীম হিমেলে এর নতুন উপন্যাস “দূরবীনে বেকবেঞ্চার”

এইচ এম দিদার এইচ এম দিদার Clock শুক্রবার রাত ১১:৪০, ৪ মার্চ, ২০২২

ডা.অসীম হিমেল। একজন ডাক্তারের পাশাপাশি একজন সার্জন হিসেবেও অভিজ্ঞ। তিনি ডাক্তারি পেশা ছাপিয়ে হয়ে ওঠছেন জনপ্রিয় তরুণ লেখক। তিনি ‘খেদু মিয়া’ চরিত্রের জনক। তার এ পর্যন্ত ৫টি উপন্যাস বেরিয়েছে ।

সম্প্রতি এবার মহান একুশের গ্রন্থমেলায় “দূরবীনে বেকবেঞ্চার” নামে একটি উপন্যাস বেরিয়েছে এই তরুণ জনপ্রিয় কথাসাহিত্যিকের।

বইটি নিয়ে পাঠক মহলে চলছে মাত। হয়েছেন সেরা বেস্ট সেলার লেখকও। এ প্রাপ্তি একজন লেখকের জন্য পজেটিভ বার্তা। আগামীর সাহিত্যাকাশে ঝলমল উজ্জ্বল আলোকিত হবে তার নামটিও।

যারা বইপ্রেমী; তারা এই বইটি সংগ্রহ করতে পারেন।

আমি এই লেখকের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি। লেখক হিসেবে-খ্যাতির সুঘ্রাণ ছড়িয়ে পড়ুক দিকবিদিক।

তিনি একদিন অবশ্যই তারকা লেখকে পরিণত হবে বলে আমি বিশ্বাস করি।

আমার ভালোবাসা ও প্রার্থনায় থাকবে-প্রিয় অসীম হিমেল।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT