ঢাকা (রাত ১:০২) শুক্রবার, ২৪শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
শিরোনাম

চার বছরের এক শিশুর পানিতে পড়ে মৃত্যু

মোঃ কামরুজ্জামান মোঃ কামরুজ্জামান Clock শনিবার রাত ০৮:০৮, ৪ জুলাই, ২০২০

মোবারক হোসাইন, সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলা সেলবরষ ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের খয়েরদিরচর গ্রামের পেছনে লোহাজুড়ী খালের পানিতে ডুবে গতকাল শনিবার দুপুরে নাহিদ মিয়া নামের চারবছরের এক শিশুর মৃত্যু হয়েছে। সে উপজেলার হলিদাকান্দা গ্রামের রিকশা-সাইকেল মেরামতকারী শ্রমিক জামাল মিয়ার ছেলে। এলাকাবাসী সূত্রে জানা গেছে, শুক্রবার সকালে ওই শিশুটি তার মায়ের সঙ্গে উপজেলার খয়েরদিরচর গ্রামে তার নানা বাড়িতে বেড়াতে আসে। গতকাল শনিবার বেলা দুইটার দিকে তার নানা বাড়ির উঠানে খেলাধূলা করছিল। এক পর্যায়ে সে বাড়ির পেছনে লোহাজুড়ী খালের পানিতে পড়ে তলিয়ে যায়। প্রায় দুইঘন্টা পর খোঁজাখোঁজি করে ওই খালের পানি থেকে তাকে উদ্ধার করা হয়। পরে ধর্মপাশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক নাহিদকে মৃত বলে ঘোষণা করেন। উপজেলার সেলবরষ ইউনিয়নের ৮নং ওয়ার্ডের ইউপি সদস্য মো.সিদ্দিক মিয়া এই মৃত্যুর খবরটির তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT